বিনোদন দুনিয়ার মানুষ হওয়া চারটি খানি কথা নয়। এই ইন্ডাস্ট্রিতেও প্রচুর লড়াই করে নিজেকে টিকিয়ে রাখতে হয়। বিনোদন ইন্ডাস্ট্রিতে এমন বহু শিল্পী রয়েছেন, যারা অল্প কয়েক বছরের মধ্যেই হারিয়ে গিয়েছেন। আবার এমনও অনেকে রয়েছেন যারা বছরের পর বছর ধরে বলিউডে (Bollywood) রাজত্ব করছেন এবং এবার হলিউডেও পা রাখতে চলেছেন। শীঘ্রই বলিপাড়া কাঁপানো একাধিক তারকা (Celebrities) হলিউডে (Hollywood) পা রাখতে চলেছেন। আজ তাঁদের নামগুলিই এই প্রতিবেদনে তুলে ধরা হল।
ধনুষ (Dhanush)- দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির এই নামী অভিনেতা ‘রাঞ্ঝানা’র মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন। প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। এবার সেই ধনুষ হলিউডে কাজ করলেন। শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘দ্য গ্রে ম্যান’। অ্যাকশন, থ্রিলার এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন রায়ান গসলিং, ক্রিস ইভান্স, অ্যানা দে আরমাসের মতো শিল্পীরা।
আলিয়া ভাট (Alia Bhatt)- ‘মম টু বি’ আলিয়া ভাটকেও শীঘ্রই হলিউডে দেখা যাবে। টম হারপার পরিচালিত ‘হার্ট অফ স্টোন’ ছবিতে দেখা যাবে তাঁকে। এই সিনেমার তাঁর সঙ্গে অভিনয় করেছেন হলিউডের নামী অভিনেত্রী গ্যাল গ্যাডটও। শোনা যাচ্ছে, এই আমেরিকান স্পাই সিনেমা চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)- দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভু যে কোন মাপের অভিনেত্রী তা ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের মাধ্যমেই প্রমাণ করেছেন। এবার তিনিই হলিউডে কাজ করতে চলেছেন। ‘অ্যারেঞ্জমেন্টস অফ লাভ’ নামের এক সিনেমায় দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে, এই ছবিতে সামান্থাকে বাইসেক্সুয়াল স্পাইয়ের চরিত্রে দেখা যাবে।
জ্যাকলিন ফার্নান্দেজ (Jacqueline Fernandez)- বলিউডের নামী অভিনেত্রী জ্যাকলিনও হলিউডে পা রাখতে চলেছেন। সম্প্রতি তিনি নিজের প্রথম হলিউড ছবি ‘টেল ইট লাইক ওম্যান’এর পোস্টার শেয়ার করেছেন। বিশ্বের ৮ জন মহিলা চলচ্চিত্রকার এই সিনেমাটি পরিচালনা করবেন। এই ছবিতে জ্যাকলিনের পাশাপাশি কারা ডেলেভিগনে, ইভা লঙ্গোরিয়াকে দেখা যাবে।
শোভিতা ধুলিপালা(Sobhita Dhulipala)- হিন্দি, তেলেগু, তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করার পর এবার হলিউডে পা রাখতে চলেছেন শোভিতা। দেব পটেল পরিচালিত আমেরিকান অ্যাকশন থ্রিলার ‘মাঙ্কি ম্যান’এ দেখা যাবে তাঁকে।
শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এই ছবিতে শোভিতার পাশাপাশি শার্লটো কপলি, সিকন্দর খের এবং দেব পটেলকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।