• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইসমার্ট জোড়ির ফাইনালে চাঁদের হাট! চলছে প্রতিযোগীদের হাড্ডাহাডি লড়াই,রইল ফাইনালিস্টদের নাম

Published on:

Ismart jodi,Jeet,Dev,Rukmini,Monami,Aneek Dhar,Debleena Dhar,Sourav Saha,Sushmita Saha,Sudip Mukherjee,Pritha Chakraborty,Rupankar Bagchi,Chaitali Bagchi,Ankita Chakraborty,Prantik Banerjee,Raja Goswami,Bharat Kaul,Jayasree Mukherjee,Grand Finale

দর্শকমহলে দিনে দিনে বেড়েই চলেছে মেগা সিরিয়ালের জনপ্রিয়তা। আসলে ইদানিং সিরিয়াল আর বিনোদন কথাটি যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। তবে একথা কিন্তু ঠিক সপ্তাহজুড়ে একঘেয়ে সিরিয়াল দেখতে কারই বা ভালো লাগে! তাই দর্শকদের স্বাদ বদল করতে এখন সপ্তাহের শেষে বিনোদন মূলক চ্যানেলগুলির তরফে আয়োজন করা হয় নিত্যনতুন রিয়ালিটি শো।জনপ্রিয় সেলিব্রিটি তারকাদের নিয়ে তৈরী এমনই একটি জনপ্রিয় রিয়ালিটি শো হল ‘ইসমার্ট জোড়ি’ (Ismart Jodi)।

সঞ্চালক তথা টলিউড অভিনেতা জিৎ(Jeet)-এর অনবদ্য সঞ্চলনায় এক অন্য মাত্রা পেয়েছে এই শো। বাংলার একাধিক সেলিব্রিটি দম্পতির মন পাগল ভালোবাসার গল্প শোনাতেই শুরু হয়েছিল এই রিয়ালিটি শো।তবে দেখতে দেখতে এবার প্রায় শেষের পথে এই জনপ্রিয় রিয়েলিটি শো। আগামী ৩১ শে জুলাই টিভির পর্দায় শেষবারের মতো সম্প্রচারিত হবে এই শো। ওইদিন শোয়ের গ্র্যান্ড ফিনালেতে এক কথায় বসতে চলেছে চাঁদের হাট। একদিকে থাকবে বাংলার জনপ্রিয় সুপারস্টার দেব এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সেই সাথে থাকবেন বাংলার ডান্সিং ডিভা মনামী ঘোষ।  এছাড়াও জুটি হিসেবে হাজির থাকবেন জনপ্রিয় গায়ক শান এবং তার স্ত্রী রাধিকা। এক নজরে দেখে নেওয়া যাক শেষ পর্যন্ত এই শোয়ের ফাইনালে থাকছেন কোন কোন জুটি।

Ismart jodi,Jeet,Dev,Rukmini,Monami,Aneek Dhar,Debleena Dhar,Sourav Saha,Sushmita Saha,Sudip Mukherjee,Pritha Chakraborty,Rupankar Bagchi,Chaitali Bagchi,Ankita Chakraborty,Prantik Banerjee,Raja Goswami,Bharat Kaul,Jayasree Mukherjee,Grand Finale
১)অনীক ধর (Aneek Dhar) ও দেবলীনা ধর (Debleena Dhar)

Ismart jodi,Jeet,Dev,Rukmini,Monami,Aneek Dhar,Debleena Dhar,Sourav Saha,Sushmita Saha,Sudip Mukherjee,Pritha Chakraborty,Rupankar Bagchi,Chaitali Bagchi,Ankita Chakraborty,Prantik Banerjee,Raja Goswami,Bharat Kaul,Jayasree Mukherjee,Grand Finale

চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশিত প্রোমোতে দেখা যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে থাকছেন তারকা জুটি অনীকধর এবং তার স্ত্রী দেবলীনা ধর।

২)সৌরভ সাহা (Sourav Saha) ও সুস্মিতা সাহা (Sushmita Saha)

সেই সাথে থাকছেন ছোট পর্দার গদাই ঠাকুর অর্থাৎ অভিনেতার সৌরভ সাহা এবং তার স্ত্রী সুস্মিতা সাহা।

৩)সুদীপ মুখোপাধ‍্যায় (Sudip Mukherjee) এবং পৃথা চক্রবর্তী (Pritha Chakraborty)

Ismart jodi,Jeet,Dev,Rukmini,Monami,Aneek Dhar,Debleena Dhar,Sourav Saha,Sushmita Saha,Sudip Mukherjee,Pritha Chakraborty,Rupankar Bagchi,Chaitali Bagchi,Ankita Chakraborty,Prantik Banerjee,Raja Goswami,Bharat Kaul,Jayasree Mukherjee,Grand Finale

তালিকায় রয়েছেন শ্রীময়ী সিরিয়ালের অনিন্দ্য অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী পিথা চক্রবর্তী ও

৪)রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) ও চৈতালি বাগচী(Chaitali Bagchi)

জানা আছে সমস্ত বিতর্কের ঊর্ধে  উঠে ফাইনালে থাকছেন গায়ক রূপঙ্কর বাগচী এবং তার স্ত্রী চৈতালি।

৫)অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty) ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায় (Prantik Banerjee)

Ismart jodi,Jeet,Dev,Rukmini,Monami,Aneek Dhar,Debleena Dhar,Sourav Saha,Sushmita Saha,Sudip Mukherjee,Pritha Chakraborty,Rupankar Bagchi,Chaitali Bagchi,Ankita Chakraborty,Prantik Banerjee,Raja Goswami,Bharat Kaul,Jayasree Mukherjee,Grand Finale

ফিনালেতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী এবং তার স্বামী প্রান্তিক বন্দ্যোপাধ্যায়।

৬)রাজা গোস্বামী (Raja Goswami) এবং মধুবনী গোস্বামী (Madhubani Goswami)

ইসমার্ট জোড়ির  ফাইনালে থাকছেন টেলি অভিনেত্রী মধুবনী গোস্বামী এবং তার স্বামী রাজা গোস্বামী।

৭)ভরত কল (Bharat Kaul) এবং জয়শ্রী মুখোপাধ্যায় (Jayasree Mukherjee)

Ismart jodi,Jeet,Dev,Rukmini,Monami,Aneek Dhar,Debleena Dhar,Sourav Saha,Sushmita Saha,Sudip Mukherjee,Pritha Chakraborty,Rupankar Bagchi,Chaitali Bagchi,Ankita Chakraborty,Prantik Banerjee,Raja Goswami,Bharat Kaul,Jayasree Mukherjee,Grand Finale

জানা আছে ফিনালেতে থাকছেন অভিনেতা ভরত কল এবং তার স্ত্রী জয়শ্রীও।

৮) রাজীব বোস (Rajiv Bose) এবং মোহিনী(Mohini)

এছাড়াও থাকছেন জনপ্রিয় টেলি অভিনেতা রাজিব বোস এবং তার স্ত্রী মোহিনী এখন দেখার শেষ পর্যন্ত বিজয়ের মুকুল কার মাথায় ওঠে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥