স্টার জলসার পর্দায় সম্প্রচারিত সিরিয়াল গুলির মধ্যে অন্যতম হলো ‘গোধূলি আলাপ'(Godhuli Alap)। অসম বয়সি অরিন্দম নোলকের দাম্পত্য জীবন ঘিরেই তৈরি হয়েছে এই সিরিয়ালের গল্প। প্রসঙ্গত অল্প দিনের মধ্যেই দর্শকদের খুবই কাছের হয়ে উঠেছে এই সিরিয়ালের নায়ক নায়িকা নোলক অরিন্দম। ধারাবাহিকে পেশায় বহুরূপী নোলকের চরিত্রে অভিনয় করছেন নায়িকা সোমু সরকার।
আর নায়ক অরিন্দম রায়ের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা কৌশিক সেনকে (Kaushik Sen)। সিরিয়ালপ্রেমি দর্শকরা খুবই ভালবাসেন এই নোলক অরিন্দমের জুটিকে। দর্শক মহলে শুরু থেকে দারুন ফ্যান ফলোয়িং রয়েছে এই জুটির। এমনিতেই কৌশিক সেন একজন দুর্দান্ত মঞ্চ অভিনেতা তাই তার অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাই প্রত্যাশিত ভাবেই গোধূলি আলাপ সিরিয়ালে দারুন প্রঙ্গশীত হচ্ছে তার অভিনয়।
এই বয়সে এসেও সিরিয়াল শুরু হওয়ার অল্প কদিনের মধ্যেই বাংলার অসংখ্য তরুণীর ক্রাশ হয়ে উঠেছেন তিনি। তবে অন্যান্য সেলিব্রেটিদের মতো সোশ্যাল মিডিয়ায় একেবারেই অ্যাক্টিভ নন এই অভিনেতা। এমনকি সোশ্যাল মিডিয়াতে তার নিজস্ব কোন অ্যাকাউন্ট নেই বলেই জানা যায়। প্রসঙ্গত গোধূলি আলাপ বাংলার অন্যতম একটি তারকাখচিত সিরিয়াল। এই সিরিয়ালে ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswae Chatterjee) হলেন কৌশিক সেনের অন্যতম একজন সহ অভিনেতা।
এই অভিনেতার অনুরোধেই প্রথমবার ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও (Reel Video) বানিয়েছিলেন কৌশিক সেন। সেই ভিডিওটি ভাস্বর নিজের প্রোফাইল থেকে শেয়ার করে লিখেছেন ‘ আমি আমার সিনিয়র কৌশিক সেনের কাছে অনুরোধ করেছিলাম একটি রীল ভিডিও বানানোর জন্য’। ভিডিওটিতে একটি গানের সাথে লিপসিং করতে দেখা গিয়েছে এই দুই অভিনেতাকে। যা ঝড়ের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
প্রসঙ্গত ভিডিওটির কমেন্ট সেকশনে ভালোবাসায় মুড়িয়ে দিয়েছেন অসংখ্য অনুরাগী। প্রসঙ্গত এই সিরিয়ালে এখন দেখা যাচ্ছে বিয়ের শেষ মূহুর্তে রোহিণীর চক্রান্তে জেলে গিয়েছে অরিন্দম। এখন নোলক তাকেঁ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু রোহিনী অরিন্দমকে বাঁচানোর সব রাস্তা একে একে বন্ধ করে দিচ্ছে। এখন দেখার সব বাধা বিপত্তি পেরিয়ে নোলক কিভাবে তার উকিলবাবুকে নির্দোষ প্রমাণ করে।