• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই ম্যাজিক জানে জিতু ভাইয়া! ‘পঞ্চায়েত’ এর পর ‘জাদুগর’ হয়ে দর্শকদের মুগ্ধ করলেন জিতেন্দ্র

জিতেন্দ্র কুমার (Jitendra Kumar) নামে তাঁকে আর ক’জনই বা চেনেন। ছোট থেকে বড়, তিনি এখন সবার কাছেই জিতু ভাইয়া। এবার ‘কোটা ফ্যাক্টরি’, ‘পঞ্চায়েত’ খ্যাত সেই জিতুই সম্পূর্ণ নতুন ভূমিকায় হাজির হয়েছেন দর্শকদের সামনে। এমনিতে তো স্ক্রিনে তিনি অভিনয়ের মাধ্যমে জাদু দেখানোই, তবে এবার ছবিতেই জাদুগরের চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর জিতুর ‘জাদুগর’ (Jaadugar) সিনেমাকে একেবারে দরাজ সার্টিফিকেট দিয়েছে দর্শকরা।

সমীর সাক্সেনা পরিচালিত এই ছবিতে জিতু ছাড়াও অভিনয় করেছেন জাভেদ জাফরি (Jaaved Jaaferi) এবং আরুশি শর্মা। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ছবিটি। আর মুক্তি পাওয়া মাত্রই একেবারে সুপারহিট। দর্শকদের মতে, ছবির নাম একেবারে সার্থক হয়েছে। সত্যিই স্ক্রিনে জাদু দেখিয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা।

   

Jaadugar,Jaadugar review,Jitendra Kumar,Jaaved Jaaferi,Bollywood,entertainment,জাদুগর সিনেমা,জাদুগর,জাদুগর সিনেমার রিভিউ,জিতেন্দ্র কুমার,জাভেদ জাফরি,বলিউড,বিনোদন

একজন দর্শক যেমন ‘জাদুগর’ দেখার পর লিখেছেন, ‘অনেক দিন বাদে সত্যি ভালো কিছু দেখলাম’। আর একজন আবার লিখেছেন, ‘একটাই শব্দ বলব, ম্যাজিকাল। যে ম্যাজিক তাঁরা দেখিয়েছে, তার জন্য হ্যাটস অফ। অনেক দিন পর জাভেদ জাফরিকে সেই পুরনো ধরণে দেখলাম। আর জিতেন্দ্র কুমার তো দুর্দান্ত। এভাবেই ম্যাজিক দেখাতে থাকো’। এত কিছু দেখার পর কি জানতে ইচ্ছা করছে, ছবিতে কী এমন দেখানো হয়েছে? তাহলে ছবির পুরো কাহিনী নয়, তবে প্রেক্ষাপটের বিষয়ে একটু জানানো হল।

Jaadugar cinema 2022

‘জাদুগর’ সিনেমার মূল কাহিনী হল, একজন মফঃস্বলের জাদুগরের। ফুটবলের প্রতি তাঁর বিন্দুমাত্র ভালোবাসা নেই। তবে ভালোবাসা আছে এক সুন্দরী মেয়ের প্রতি। কিন্তু সেই মেয়েকে পাওয়া এত সহজ নয়। যদি মনের মানুষকে বিয়ে করতে হয়, তাহলে পাড়ার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নিজের পাড়ার দলের নেতৃত্ব দিতে হবে। এই মূল বিষয়টি ঘিরেই আবর্তিত হয়েছে ছবির কাহিনী। আর ছবির সেই জাদুগরের ভূমিকায় অভিনয় করে মন জয় করেছেন সকলের প্রিয় জিতু ভাইয়া।

‘টিভিএফ’এর নানান সিরিজ খ্যাত জিতেন্দ্র ওরফে জিতু অভিনেতা হিসেবে যে ঠিক কতখানি পারদর্শী তা তিনি বারংবার প্রমাণ করেছেন। ‘পিচার্স’ হোক ‘কোটা ফ্যাক্টরি’ হোক বা ‘পঞ্চায়েত’- সব ধরণের চরিত্রে সফল তিনি।

মাস কয়েক আগে ‘পঞ্চায়েত ১’ মুক্তি পাওয়ার পর নামী অভিনেতা গজরাজ রাও যেমন প্রকাশ্যে বলেছিলেন, জিতুর মধ্যে বড় পর্দার নায়ক হওয়ার সমস্ত রকম উপাদান রয়েছে। তাঁর কাছে ‘পঞ্চায়েত’এর সচিব জি বড় পর্দার নায়কের চেয়ে কোনও অংশে কম নয়। তাঁর সেই কথাকেই যেন নিজের অভিনয়ের মাধ্যমে বারবার সঠিক প্রমাণ করছেন জিতু।

site