• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রযোজকদের কাছের হলেই কাজ পাওয়া যায়! ইন্ডাস্ট্রিতে ৩০ বছর কাটিয়েও কাজ না পেয়ে বিস্ফোরক সোমা 

বাংলা বিনোদন জগতের জনপ্রিয় ekjon অভিনেত্রী হলেন সোমা চক্রবর্তী (Soma Chakraborty)। একসময় নাটক থেকে শুরু করে যাত্রাতেও দাপিয়ে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তাকে পরপর অভিনয় করতে দেখা গিয়েছে একের পর এক জনপ্রিয় বাংলা সিরিয়াlলেও। কিন্তু অদ্ভুতভাবে বিগত কয়েক মাস ধরেই বাংলা ধারাবাহিক থেকে রেকেবারে উধাও হয়ে গিয়েছেন এই অভিনেত্রী।

ইদানিং আর কোন সিরিয়ালেই দেখা যাচ্ছে না বিনোদন জগতের এই জনপ্রিয় অভিনেত্রীকে। বাংলা বিনোদন জগতের এই অভিনেত্রীর সিরিয়ালের তালিকায় রয়েছে মিঠাই মা মহাপীঠ তারাপীঠ থেকে শুরু করে একাধিক জনপ্রিয় মেগা সিরিয়ালে। অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে।

   

সোমা চক্রবর্তী,Soma Chakraborty,Bengali Actress,বাঙালি অভিনেত্রী,Serialসিরিয়াল,Cinema,সিনেমা,Jatra,যাত্রা,Acting,অভিনয়

এই ধারাবাহিককে মাত্র চার দিনের জন্য অভিনয় করেছিলেন সোমা। তার আগে অবশ্য মিঠাই সিরিয়ালেও মাত্র অল্প কয়েকদিনের জন্য দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। কিন্তু এখন আর তাকে কোন সিরিয়ালে দেখা যাচ্ছেনা।  সম্প্রতি এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে নিজেই তার কারণ জানিয়েছে নঅভিনেত্রী।

আসলে জানা যাচ্ছে পুজোর আগেই অভিনেত্রীর স্বামীর ক্যান্সার শরীরে ক্যান্সার ধরা পড়ে। সেই কারণে অনেক কাজের সুযোগ আসলেও বাধ্য হয়ে তা হাতছাড়া করতে হয়েছিল অভিনেত্রীকে। তাছাড়া সে সময় তিনি এমনিতেও মানসিকভাবে ভীষণভাবে ভীষণভাবে ভেঙ্গে পড়েছিলেন। আর সেই সময় থেই  একের পর এক কাজ হাতছাড়া হয়েছিল তার  .

তাই এখন টেলিভিশনে কাজ না পেয়ে ইদানিং আর কাউকে দোষ দেন না অভিনেত্রী। বরং তিনি মনে করেন সবই তার কপালের দোষ। তবে একের পর এক সিনেমা (Cinema), সিরিয়াল (Serial), নাটকে (Natok)কাজ করে ইতিমধ্যেই ২৮ থেকে ৩০ বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছেন অভিনেত্রী। তাই এতদিনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এখন আর নতুন কোন সিরিয়ালের কাজ না পাওয়ার বিষয়টা অভিনেত্রীর কাছে ভীষণই অস্বাভাবিক লাগে।

সোমা চক্রবর্তী,Soma Chakraborty,Bengali Actress,বাঙালি অভিনেত্রী,Serialসিরিয়াল,Cinema,সিনেমা,Jatra,যাত্রা,Acting,অভিনয়

বরং অভিনেত্রী মনে করেন সম্ভবত তিনিই আর যোগ্য নন তাই তাকে ডাকা হচ্ছে না। তবে এতদিনের কাজের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এখন কাজ না মেলায় অবাক হন অভিনেত্রীর বাবাও। তাই তিনি অবাক হয়ে ভাবেন সন্ধ্যেবেলা টিভি খুললেই এত এত সিরিয়াল আর কোন সিরিয়ালে জায়গা পাচ্ছে না তার মেয়ে!

আফসস করে অভিনেত্রী জানিয়েছেন প্রথম প্রথম সারির চ্যানেলে কাজের জন্য গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে তাকে।  তারা অভিনেত্রীকে জানিয়েছিলেন চারদিন পরে তাকে জানানো হবে কিন্তু পরে আর তাকে কিছুই জানানো হয়নি। অভিনেত্রীর অভিযোগ যদি প্রযোজকদের কাছের হওয়া যায় তাহলে পরিবার শুদ্ধ লোক কাজ পেতে পারে।

site