• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্টার জলসার ‘আলতা ফড়িং’ সিরিয়ালের হিন্দি রিমেকে আলিয়া ভাট! ছবি দেখে তাজ্জব নেটপাড়া

Published on:

রিমেক,Remake,আলতা ফড়িং,Alta Foring,স্টার জলসা,Star jalsha,স্টার প্লাস,Star Plus,উড়তি কি নাম রাজ্জো,Urti Ki nam Rajjo,Alia Bhatt,আলিয়া ভাট,Second Version,সেকেন্ড ভার্সন

বাঙালির বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল। ইদানিং সিরিয়াল ছাড়া এক মুহূর্তও চলতে পারেন না সিরিয়ালের পোকা দর্শকরা। তবে সপ্তাহজুড়ে চলতে থাকা একঘেয়ে সিরিয়ালের মধ্যেই দর্শকদের স্বাদ বদল করতে এখন খুব বেশি করে জোরে দেওয়া হচ্ছে কন্টেন্টের ওপর। যার ফলও মিলছে হাতে নাতে। তাই এখন শুধু রাজ্য নয় ,রাজ্যের গন্ডি ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়ছে বাংলা সিরিয়ালের জনপ্রিয়তা।

যার ফলে এখন বেড়েই চলেছে বাংলা সিরিয়ালের রিমেক (Remake) তৈরির প্রবণতা। যদিও বাংলা সিরিয়ালের রিমেক  তৈরির বিষয়টি নতুন কিছুই নয়। ইতিপূর্বে ‘মিঠাই’, ‘শ্রীময়ী’, ‘খড়কুটো’,’খুকুমণি হোম ডেলিভারি’ থেকে শুরু করে বাংলার একাধিক বাংলা সিরিয়ালের হিন্দি সহ বিভিন্ন ভাষায় রিমেক তৈরি হতে দেখা গিয়েছে। এবার একই ঘটনা ঘটছে স্টার জলসার (Star jalsha)জনপ্রিয় সিরিয়াল ‘আলতা ফড়িং’ (Alta Foring) -এর ক্ষেত্রে।

রিমেক,Remake,আলতা ফড়িং,Alta Foring,স্টার জলসা,Star jalsha,স্টার প্লাস,Star Plus,উড়তি কি নাম রাজ্জো,Urti Ki nam Rajjo,Alia Bhatt,আলিয়া ভাট,Second Version,সেকেন্ড ভার্সন

শুরু থেকেই এই সিরিয়ালে দেখা যাচ্ছে সিরিয়ালের নায়িকা আলতা ফড়িং নস্কর এবং তার মা রাধারানি নস্করের কঠিন লড়াইয়ের কাহিনী। এই সিরিয়ালে নায়িকা ফড়িংয়ের চরিত্রে অভিনয় করছেন বাংলার টেলি অভিনেত্রী খেয়ালি মন্ডল। টেলিপাড়া  সূত্রের খবর এবার স্টার জলসার এই বাংলা সিরিয়ালের হিন্দি রিমেক তৈরি করতে চলেছে স্টার প্লাস (Star Plus) চ্যানেল কর্তৃপক্ষ।

 

View this post on Instagram

 

A post shared by ???? (@celesti.bairagey)


স্টার প্লাসের এই নতুন সিরিয়ালে দেখা যাবে জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে। নতুন সিরিয়ালের নায়িকার প্রথম ঝলক দেখায় এমনটাই মনে হবে যে কারও। আসলে স্টার প্লাসের এই নতুন সিরিয়ালের এই অভিনেত্রী হলেন আলিয়া ভাটের সেকেন্ড ভার্সন। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল তার বেশ  কিছু ভিডিও।  সেই ভিডিওতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে হুবহু আলিয়া ভাটের মতো দেখতে।

রিমেক,Remake,আলতা ফড়িং,Alta Foring,স্টার জলসা,Star jalsha,স্টার প্লাস,Star Plus,উড়তি কি নাম রাজ্জো,Urti Ki nam Rajjo,Alia Bhatt,আলিয়া ভাট,Second Version,সেকেন্ড ভার্সন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওই  রাতারাতি ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে এই নায়িকার। আসলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখেই  মেয়েটিকে নতুন সিরিয়ালের জন্য মনে ধরে স্টার প্লাস চ্যানেল কর্তৃপক্ষের। তাই ওই ভিডিও দেখামাত্রই ওই মেয়েটিকেই নতুন সিরিয়ালের অডিশনের জন্য ডেকে পাঠানো হয়।

রিমেক,Remake,আলতা ফড়িং,Alta Foring,স্টার জলসা,Star jalsha,স্টার প্লাস,Star Plus,উড়তি কি নাম রাজ্জো,Urti Ki nam Rajjo,Alia Bhatt,আলিয়া ভাট,Second Version,সেকেন্ড ভার্সন

এরপর ঝটপট তার অডিশন নিয়ে নতুন সিরিয়াল ‘উড়তি কি নাম রাজ্জো'(Urti Ki nam Rajjo)-র জন্য তাকে বেছে নেওয়া হয় তাকে। জানা যাচ্ছে নতুন ধারাবাহিকে এই অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে রাজবীর সিং কে। জানা যাচ্ছে আগামী ৮ অগাস্ট থেকে স্টার প্লাসের পর্দায় দেখা যাবে এই সিরিয়াল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥