বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে বেশ পরিচিতি রয়েছে টেলি অভিনেত্রী অর্কজা আচার্যের (Arkoja Acharya)। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ওগো নিরুপমা’ (Ogo Nirupama)-র হাত ধরেই প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়েছিল এই টেলি অভিনেত্রীর। গত বছরের আগস্টেই বছর ঘোরার আগেই শেষ হয়ে যায় অভিনেত্রীর সেই প্রথম সিরিয়াল। যদিও আজকের দিনে অভিনেতা অভিনেত্রীদের হাতে থাকে ঠাসা কাজ।
তাই প্রথম সিরিয়াল শেষ হয়ে গেলেও তার পর কিন্তু বসে থাকতে হয়নি অর্কজাকে। আর তাই ‘ওগো নিরুপমা’ (Ogo Nirupama) শেষ হওয়ার পরেই বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ (Mitahi)-তে বসুন্ধরা চরিত্রে অভিনয় করে অল্প দিনের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী। সিরিয়ালে আইপিএস অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন অর্কজা। এই সিরিয়ালের সুবাদেই দর্শকদের কাছে তিনি ‘ধারা’ (Dhara) নামেই বেশি পরিচিত। তবে এই সিরিয়ালের পাশাপাশি কালার্স বাংলাতেও ‘মৌয়ের বাড়ি’ চরিত্রে কিছুদিনের জন্য অনুষ্কা চরিত্রে অভিনয় করেছিলেন অর্কজা।
তবে এই দুই সিরিয়াল থেকেই এখন সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী। কারণ আজ থেকেই আকাশ আটে শুরু হচ্ছে অভিনেত্রীর নতুন সিরিয়াল ‘শ্রেয়সী’। এই সিরিয়ালটি আসলে বাংলার জনপ্রিয় সাহিত্যিক সুবোধ ঘোষের (Subodh Ghosh) লেখা উপন্যাস অবলম্বনে তৈরি। সিরিয়ালে একজন বিধবার অভিশাপে পরপর আট পুরুষ ধরে বিশ্বাস বাড়িতে লেগেই রয়েছে একের পর এক অনাচার। এই সিরিয়ালে নায়কের চরিত্র দেখা যাবে ‘জীবন সাথী’ সিরিয়ালের সংকল্প অভিনেতা সায়ন কর্মকারকে (Sayon Karmokar)।
সিরিয়ালে তার চরিত্রের নাম অতীন বিশ্বাস। যাকে আসলে মাকাল ফলের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ সিরিয়ালে তাকে দেখতে খুবই সুন্দর হলেও কাজের ক্ষেত্রে অর্থাৎ জমিদারীতে খুবই খারাপ অভিজ্ঞতা। জমিদার বংশের অষ্টম বংশধর সে। প্রমো দেখে জানা গিয়েছে বিশ্বাস বাড়ির কোন এক জায়গায় রয়েছে সোনার গুপ্তধন। আর সেই গুপ্তধন পাবে একমাত্র এই বাড়িরই অষ্টম বংশধর অর্থাৎ অতীন।
এই বাড়িতেই পরত্রবধূ হয়ে আসবে শ্রেয়সী অভিনেত্রী অর্কজা। এবার এটাই দেখার স্বভাবে চরিত্রে অতীনের থেকে একেবারে বিপরীত মেরুর থেকে শ্রেয়সী কিভাবে বিশ্বাস বংশের অন্ধকার দিক দূর করে আলোর দিশা দেখাবে। নতুন চরিত্র সম্পর্কে অভিনেত্রী জানিয়েছেন এই শ্রেয়সী চরিত্রটি একদিক দিয়ে অত্যন্ত দয়ালু তেমনই অত্যন্ত বলিষ্ঠ একটি চরিত্র। সুবোধ ঘোষের উপন্যাস অনুযায়ী ছোটবেলা থেকে সে খুবই আদর যত্নে মানুষ হলেও বিয়ের পর তার জীবনে আসে একটা বড় ধাক্কা।
বিশেষ করে এই বাড়িতে এসে তার জীবনে একটা বড় ভূমিকা নিতে চলেছে তার শ্বশুর শাশুড়ি। প্রসঙ্গত বেশ কিছুদিন বিরতি নেওয়ার পর আবার এই ধারাবাহিকের হাত ধরেই আবার পর্দায় ফিরছেন অর্কজা। তবে এক্ষেত্রে স্টার জলসা কিংবা জি বাংলার মত কোন নামি বিনোদনমূলক চ্যানেল নয় বরং অভিনেত্রী ফিরছেন আকাশ আট-এ। আসলে চ্যানেল নিয়ে কখনোই কোন বাদ বিচার ছিল না অভিনেত্রীর। তাই আগেও তিনি তিনি জানিয়েছেন চ্যানেলটা বড় কথা নয় তার চরিত্র টাই তার কাছে আসল। আসলে বাংলা সিরিয়ালের ক্ষেত্রে উপন্যাস কিংবা সাহিত্য নিয়ে সিরিয়াল খুবই কম তৈরী হয়। তাই এক্ষেত্রে একটা উপন্যাসের চরিত্রের অভিনয় করার সুযোগ পেয়ে চ্যানেল নিয়ে মাথা ঘামাননি অভিনেত্রী। আজ অর্থাৎ ১৮ জুলাই থেকে রাট ৯ তাই দেখা যাবে এই সিরিয়াল।