জি বাংলার ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে আলাদা করে কিছুই বলতে লাগবে না। একবছরেরও বেশি সময় ধরে বেঙ্গল টপার ছিল মিঠাই সিরিয়াল। আর এখনো নতুন সিরিয়ালের ভিড়ে নিজের জায়গা বেশ শক্ত করে ধরে রেখেছে সে। প্রতি সপ্তাহে টিআরপি তালিকা প্রকাশিত হল এক থেকে পাঁচের মধ্যেই থাকে মিঠাই। সিরিয়ালের জেরে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু, সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায় ছাড়া বাকি তারকারাও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।
এই যেমন সিরিয়ালে মিঠাইয়ের ঠাম্মির চরিত্রে অভিনয় করছেন স্বাগতা বসু (Swagata Basu)। বিগত কিছু পর্বে দাদাই আর ঠাম্মির মান অভিমানের পালাই জমজমাট করে তুলেছিল মিঠাই সিরিয়ালকে। তবে সিরিয়ালে শাড়ি পরে দেখা গেলেও এবার সবাইকে একেবারে চমকে দিলেন ঠাম্মি। কেন? কারণ শাড়ি নয় এবার সোজা ওয়েস্টার্ন পোশাক অর্থাৎ টপ আর ট্রাউজার পরে ধরা দিলেন ঠাম্মি অভিনেত্রী স্বাগতা বসু।
আসলে কাজের ফাঁকে একটু আধটু ঘুরু ঘুরু সবাই করেন, আর অভিনেত্রীও সেটাই করেছেন। কর্মব্যস্ত দিন থেকে একটু বিরতি নিয়ে ছুটি কাটাচ্ছেন মিঠাইয়ের ঠাম্মি। ঘুরতে গিয়ে ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে সমুদ্রের ধরে অর্থাৎ বিচের ওপর দিয়ে হাটতে দেখা যাচ্ছে তাকে। আর পরনে রয়েছে টপ আর ট্রাউজার। সিরিয়ালের জেরে জনপ্রিয়তা তো হয়েইছে তাই ভিডিও শেয়ার হওয়ার পর বেশ ভাইরালও হয়ে গিয়েছে। আর ঠাম্মিকে এমন লুকে দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন রীতিমত।
স্বাগতা বসুর শেয়ার করা ভিডিও দেখে এক নেটিজেন মন্তব্য করেছেন, আমি তো ঠাম্মিকে চিনতেই পারিনি প্রথমে। তো আরেকজনের মতে, শাড়ি ছেড়ে ট্রাউজারে দেখা ভালো লাগলো। পরিবারের সাথে আরও ভালো করে সময় কাটান। এমন একাধিক মন্তব্য রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে।
View this post on Instagram
প্রসঙ্গত, সবে মিঠাই সিরিয়ালে সিদ্ধার্থের বাবার বিয়ে হয়েছে অনুরাধা ম্যামের সাথে। তবে সাথে সাথেই আরও এক বিশাল কান্ড ঘটতে চলেছে। সিদ্ধার্থের বোন নিপা অনেক দিন ধরেই রুদ্রদার প্রেমে পাগল ছিল। এবার সিরিয়ালে রুদ্র-নিপার বিয়ের পর্ব আসতে চলেছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে টিআরপি লিস্টে আবারও প্রথম হবার জন্য একেবারে কোমর কষেছে মিঠাই।
সম্প্রতি সিরিয়ালের নতুন প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। যেটা দেখার পর রীতিমত মন খারাপ হয়ে গিয়েছে দর্শকদের। প্রোমোতে দেখা যাচ্ছে, ওমি আগরওয়াল জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছে। আর রুদ্র-নিপার বিয়ের দিনেই মনোহরাতে এসে উপস্থিত হয়েছে সে। সেখানে সিদ্ধার্থকে গুলি করতে চেয়েছিল ওমি, কিন্তু সিদ্ধার্থকে বাঁচানোর জন্য মিঠাই এগিয়ে আসে। আর মিঠাইয়েরই গুলি লেগে যায়। তবে মিঠাই ছাড়া সিরিয়ালটাই ফিকে তাই আগামী দিনে দর্শকদের প্রতিক্রিয়া হবে সেটাই দেখার বিষয়।