সুস্মিতা সেন (Sushmita Sen) নামটা সকলেরই বেশ পরিচিত। বলিউড অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনিই দেশের প্রথম বিশ্ব সুন্দরী। ১৯৯৮ সালে ১৮ বছর বয়সেই বিশ্ব সুন্দরীর মুকুট উঠেছিল অভিনেত্রীর মাথায়। তবে সম্প্রতি বি টাউনে ব্যাপক চর্চায় চলে এসেছেন অভিনেত্রী। প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদীর (Lalit Modi) সাথে নিজের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন সুস্মিতা সেন। এতেই রীতিমত বোমা ফেটেছে নেটপাড়ায়!
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ললিত মোদী একটি টুইট করেন, সাথে ছিল একগুচ্ছ ছবিও। ছবিতে তাঁর পাশেই দেখা যাচ্ছে প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতাকে। মোট চারটি ছবি শেয়ার করেছেন তিনি। কার দুটোতে বেশ কিছুটা অন্তরঙ্গ অবস্থাতেই দেখা যাচ্ছে তাদের দুজনকে। এই ছবি প্রকাশ্যে আসার পরেই নিমেষের মধ্যে সুপার ভাইরাল হয়ে পড়েছে।
ছবি শেয়ার করে ললিত মোদী লিখেছেন, ‘সবেমাত্র লন্ডনে ফিরলাম একটা দুর্দান্ত ওয়ার্ল্ড ট্যুর সেরে। মালদ্বীপ, সার্ডিনিয়াতে আমাদের পরিবারের সাথে। আর আমার বেটার হাফ সুষ্মিতা সেন তো আছেনি। একটা নতুন শুরু, নতুন জীবন। যেন চাঁদে পৌঁছে গেছি!’ এমন একটা টুইট কি আর ভাইরাল না হয়ে থাকতে পারে। নিমেষের মধ্যেই ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে দুজনের প্রেমের খবর।
Just back in london after a whirling global tour #maldives # sardinia with the families – not to mention my #betterhalf @sushmitasen47 – a new beginning a new life finally. Over the moon. ???????????????????????????????????????? pic.twitter.com/Vvks5afTfz
— Lalit Kumar Modi (@LalitKModi) July 14, 2022
বোঝাই যাচ্ছে প্রেম বেশ কিছুটা পুরোনোই। আর সামনেই যে তাঁরা বিয়েও করতে চলেছেন সেটাও জানিয়ে দিয়েছেন। তবে লালিত মোদী একথা বললেও অভিনেত্রী সুস্মিতা সেন কিন্তু এপর্যন্ত মুখে কুলুপ এঁটেই রয়েছেন। অভিনেত্রীর তরফ থেকে কোনো বার্তা না পেয়ে বেশ অবাক নেটিজেনরা। আদৌ কি দুজনে সম্পর্কে রয়েছেন? শেষমেশ সুন্দর হ্যান্ডসাম বলিউড তারকাদের ছেড়ে ললিত মোদিকেই পছন্দ করলেন তিনি? সেই নিয়েই চলছে তর্ক বিতর্ক।
Just for clarity. Not married – just dating each other. That too it will happen one day. ???????????????????????????????? pic.twitter.com/Rx6ze6lrhE
— Lalit Kumar Modi (@LalitKModi) July 14, 2022
এর আগে মডেল অভিনেতা রোহমান শলের সাথে বেশ কিছুদিন সম্পর্কে ছিলেন সুস্মিতা সেন। সুস্মিতার থেকে বয়সে ১০ বছরের ছোট ছিলেন রোহমান। এটার জেরে কটাক্ষও সইতে হয়েছিল অনেক। কিন্তু দু বছরের সম্পর্ক গতবছরই ভেঙে দিয়েছেন তিনি। এরপর কি না পছন্দ হল ললিত মোদী?
প্রসঙ্গত, কিছুদিন আগেই অভিনেত্রী জানিয়েছিলেন, জীবনে দারুন মানুষদের সাথে পরিচয় হয়েছে তাঁর। তবে কোনো না কোনো সময় সবাই হতাশই করেছে। তবে তিনি বিশ্বাস করেন ঈশ্বরই তাঁকে প্রত্যেকবার বাঁচিয়ে নিয়েছেন ভুল সম্পর্কে জড়ানোর হাত থেকে। এখন আগামী দিনে কি হতে চলেছে, তার অপেক্ষাতেই রয়েছে নেটিজেনরা।