• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়াল নয় বাস্তবে পরকীয়া! অভিযোগে অতিষ্ঠ ‘উড়ন তুবড়ি’ নায়িকা সোহিনী, নিলেন পদক্ষেপ

Published on:

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘উড়ন তুবড়ি’ (Uran Tubri)। অল্প দিনের মধ্যেই দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়েছে এই সিরিয়াল। সিরিয়ালে নায়িকা তুবড়ির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোহিনী ব্যানার্জি (Sohini Banerjee)। সপ্তাহখানেক আগে এই অভিনেত্রীর বিরুদ্ধেই এক গুরুতর অভিযোগ এনেছিলেন জনপ্রিয় মডেল সুস্মিতা পাল (Sushmita Pal)।

সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি সরাসরি উড়ন তুবড়ি অভিনেত্রী সোহিনীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছেন। ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন তার স্বামী সন্দীপন পারিয়ালের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে উড়ন তুবড়ি অভিনেত্রী সোহিনীর। আর এই নিয়ে নাকি বেশ কিছুদিন ধরেই ডিপ্রেসশনে ভুগছেন সুস্মিতা।

বিগত কয়েকদিন ধরেই এই খবরের জেরে জল্পনার শেষ নেই সোশ্যাল মিডিয়ায়।  সোশ্যাল মিডিয়া পোস্টে সুস্মিতা সরাসরি সোহিনীর বিরুদ্ধে অভিযোগ এনে বলেছিলেন নিজের বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও সুস্মিতা তার স্বামী সন্দীপনের সাথে ঘোরাঘুরি, ডিনার কিংবা সিনেমা দেখতে যায় কেন? অভিযোগ শুনে আগেই মুখ খুলেছিলেন সোহিনী।

তিনি বলেছিলেন ‘এই ব্যাপারে আমার কিছু বলবার নেই। এটা নিয়ে আমি অবাক নই। বন্ধুত্বকে কোনওদিন ব্যাখা করা যায় না তাই আমি কোনও কিছু এক্সপ্লেন করতে চাই না।’ সেইসাথে অভিনেত্রীর সংযোজন ‘মানুষের নজর যেমন কোনও সম্পর্ককে সে তেমনভাবেই দেখে’।জানা যায়  বিগত এক বছর ধরে আলাদা রয়েছেন সন্দীপন ও সুস্মিতা। আর এই সন্দীপন হলেন সোহিনী আর তার প্রেমিক জয়ের ভালো বন্ধু।

প্রসঙ্গত এরই মধ্যে আরও একটি ফেসবুক পোস্ট করেছিলেন সুস্মিতা। তিনি সত্যিটা তুলে আনার জন্য বিগত কয়েক দিন ধরে তাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। এই কারণেই তিনি তার সব তার সব বিতর্কিত পোস্ট ডিলিট করে দিচ্ছেন বলে জানিয়ে দেন। শেষে তিনি জানান ‘যে বা যারা আমার সঙ্গে খারাপ করেছে, তাদের জন্য ভগবান রয়েছেন। কর্মফল ভুগবে তারা’।

এপ্রসঙ্গে মুখ খুলেছিলেন ‘উড়ন তুবড়ি’ অভিনেত্রী সোহিনী। তিনি বলেছেন অকারণে প্রমাণ ছাড়া একের পর এক মিথ্যে কথা শুনতে হয়েছে তাকে।তাই তিনি পদক্ষেপ নিয়েছেন। তবে এনিয়ে প্রকাশ্যে তিনি কিছু বলতে চাননা। তবে ব্যঙ্গের হাসি দিয়ে সোহিনী বলেছেন ‘সুস্মিতা কর্মফলের কথা বলছে তো? ঠিক বলেছে। আমি কর্মফলে বিশ্বাসী। কর্মফল ভুগতেই হবে। কিন্তু সেটা কে ভুগবে, তা না হয় না-ই বললাম।”
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥