• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গোপাল হেল্প! লালফুলের ঠেলায় নাজেহাল মিঠাই, চমকে দিল ছোট্ট বোধি, রইল সম্পূর্ণ TRP তালিকা

Published on:

14 July Bengali Serial TRP List Dhulokona Comes first Mithai Gatchora comes forth see complete list

দর্শকদের সারা সপ্তাহ বিনোদন দেওয়ার পর কে হল সেরা? এই প্রশ্নের উত্তর মেলে প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে। এই দিনে প্রকাশিত হয় বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা (TRP List)। যেটা দেখেই বোঝা যায় কোন সিরিয়ালের জনপ্রিয়তা কতটা বাড়ল বা কমল। একসময় এই তালিকায় এক চেটিয়া রাজত্ব করেছিল জি বাংলার মিঠাই (Mithai) সিরিয়াল। কিন্তু বিগত কয়েক মাস যাবৎ সেটা অতীত! কখনো গাঁটছড়া (Gatchora) ও কখনো ধূলোকণা (Dhulokona) অন্যান্য সিরিয়ালেরা টপকে যাচ্ছে মিঠাইয়ের জনপ্রিয়তা।

সম্প্রতি এসপ্তাহের নতুন টিআরপি (Target Rating Point) তালিকা প্রকাশ্যে এসেছে। আর এবারেও বিগত দুবারের মত সবাইকে চমকে বেঙ্গল টপার হয়েছে লালন ফুলঝুরির জুটি ‘ধূলোকণা’ সিরিয়াল। এবারের তালিকায় ৮.৪ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছে ধূলোকণা। তবে শুধু মিঠাই নয় বরং গাঁটছড়ার নাম্বারও অনেকটাই কমে গিয়েছে।

TRP List 7th July Dhulokona Serial Tops Gatchora 2nd mithai comes fifth see complete list

দিদি নং ১ এর মঞ্চে প্রেসারকুকার জিতেই কামাল দেখিয়েছে লক্ষী কাকিমা। এবারে ৭.৭ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লক্ষী কাকিমা সুপারস্টার। ত্রুটি স্থানে রয়েছে গৌরী এল, প্রাপ্ত পয়েন্ট ৭.৩। এরপর চতুর্থ স্থানে একেবারে দড়ি টানাটানি চলছে, মিঠাই, গাঁটছড়া আর আলতা ফড়িং তিন সিরিয়ালের প্রাপ্ত পয়েন্ট ৭.২।

এদিকে অনুরাগের ছোঁয়া সিরিয়াল এবারে ৬.৫ পয়েন্ট পেয়েছে। আর সদ্য শুরু হওয়া সিরিয়াল ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ (Bodhisottor Bodhbuddhi) ও দর্শকদের মুগ্ধ করেছে। শুরুতেই ৬.০ টিআরপি পয়েন্ট পেয়ে তালিকায় সপ্তম স্থানে রয়েছে সে। নতুন সিরিয়াল হিসাবে এই সাফল্য সত্যিই প্রশংসনীয়। তবে বাকিদের কি হাল? চলুন এবার দেখে নেওয়া যাক সেরা ১০ সিরিয়ালের টিআরপি পয়েন্টের তালিকা।

টিআরপি এর নিরিখে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List)

ধূলোকণা – ৮.৪ (প্রথম)

লক্ষী কাকিমা সুপারস্টার – ৭.৭ (দ্বিতীয়)

গৌরী এল – ৭.৩ (তৃতীয়)

মিঠাই, গাঁটছড়া, আলতা ফড়িং – ৭.২ (চতুর্থ)

অনুরাগের ছোঁয়া – ৬.৫

মন ফাগুন – ৬.১

বোধিসত্বর বোধবুদ্ধি, উমা – ৬.০

এই পথ যদি না শেষ হয় – ৫.৯

খেলনা বাড়ি, আয় তবে সহচরী – ৫.৩

উড়ন তুবড়ি – ৪.৫

প্রসঙ্গত, সাহেবের চিঠি সিরিয়ালটি ৩.৭ পয়েন্ট পেয়েছে। এছাড়াও রিয়ালিটি শোয়ের মধ্যে দিদি নং ১ এর রবিবারের টিআরপি ৬.০। আর ইসমার্ট জোড়ি এর প্রাপ্ত পয়েন্ট ৩.৮। অন্যদিকে গানের রিয়্যালিটি শো সা রে গা মা পা এবারে ৫.৮ টিআরপি পয়েন্ট তুলেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥