• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ওটিটি, বলিউড কাঁপিয়েও অহংকার শূন্য, সেলেব্রিটি হয়েও গ্রামে চাষের কাজ ভালোবাসেন পঙ্কজ ত্রিপাঠি

বলিউডের নামী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi) মুম্বইয়ের ঝাঁ চকচকে জীবন থেকে সরে নিজের গ্রামে ঘুরতে গিয়েছিলেন। তিন দিনের জন্য সেখানে পৌঁছেছিলেন অভিনেতা। মা, বাবা, দাদার সঙ্গে ছুটি কাটিয়ে ফের আরব সাগরের তীরে ফিরে এসেছেন বলিপাড়ার (Bollywood) ‘কালিন ভাইয়া’।

পঙ্কজের জন্ম বিহারের গোপালগঞ্জ জেলার বেলসন্ড গ্রামে। ওনার পিতার নাম পণ্ডিত বেনারস তিওয়ারি এবং মাতার নাম হেমবতী দেবী। নিজের প্রত্যেক ছবি মুক্তির আগে সেখানে পৌঁছে যান অভিনেতা। মা, বাবা এবং বড় দাদার আশীর্বাদ নিতে সেখানে যান পঙ্কজ। তবে এবার ‘শেরদিল’ মুক্তির পর সেখানে গিয়েছিলেন অভিনেতা। আর নিজের গ্রামে পৌঁছেই সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিলেন তিনি।

   

Pankaj Tripathi in his village

বহুদিন পর পরিবারে কাছে ঘুরতে গিয়ে অভিনেতার খুশির ঠিকানা ছিল না। গ্রামে গিয়ে ফের পুরনো দিনের স্মৃতি তাজা করেন তিনি। কখনও পঙ্কজকে প্রিয় লিট্টি চোখা খেতে দেখা যাচ্ছিল। আবার কখনও খোলা স্থানে স্নান করতে দেখা যায়। গ্রামে গিয়ে তো আবার লাঙল চালাতেও দেখা গিয়েছিল বলিপাড়ার এই জনপ্রিয় তারকাকে। তাঁর এই নানান কাণ্ডের ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়ে গিয়েছে।

Pankaj Tripathi in his village

পঙ্কজ এমন একজন অভিনেতা যিনি মুম্বইয়ের ঝাঁ চকচকে জীবনের মাঝেও নিজের পুরনো জীবনকে বেশ মিস করেন। নিজের গ্রামকেও অগাধ ভালোবাসেন তিনি। অভিনেতার নানান সাক্ষাৎকারেই সেই কথার প্রমাণ পাওয়া গিয়েছে।

Pankaj Tripathi in his village 2

সম্প্রতি গ্রামে ঘুরতে যাওয়ার কারণ নিয়ে পঙ্কজকে জিজ্ঞেস করা হয়েছিল। অভিনেতা জানান, তিনি নিজের প্রত্যেক ছবি মুক্তির আগে গ্রামে পৌঁছে যান। কিন্তু এবার ‘শেরদিল’ মুক্তির পর সেখানে গিয়েছিলেন। মা, বাবা এবং বড় দাদার আশীর্বাদ নিতে সেখানে গিয়েছিলেন এই তারকা অভিনেতা।

Pankaj Tripathi in his village

পঙ্কজের হাতে থাকা প্রোজেক্টের ব্যাপারে বলা হলে, তাঁকে এরপর ‘ফুকরে ৩’, ‘ও মাই গড ২’ এবং ‘মির্জাপুর ৩’এ দেখা যাবে। অপরদিকে যদি তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘শেরদিল’এর বক্স অফিস পারফরম্যান্সের কথা বলা হয়, তাহলে সেটি খুব একটা সফল হয়নি। দর্শকমনেও ছবিটি বিশেষ দাগ কাটতে পারেনি।

site