• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেখবে যার জ্বলবে ! বলিউড হিরোদের টেক্কা দিয়ে এবার সবচেয়ে বেশি বাজেটের সিনেমা ধানুশের পকেটে

Published on:

ধানুশ,Dhanush,সাউথ ইন্ডিয়ান সুপারস্টার,South Indian superstar,বিগ বাজেট,Big Budget,ক্যাপ্টেন মিলার,Caotain Miller

দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেশ প্রভু কস্তুরী রাজা। আসলে গোটা দেশ তাকে চেনে ধানুশ (Dhanush) নামেই। প্রধানত তামিল ছবিতেই চুটিয়ে অভিনয় করলেও একাধিক হিন্দি ছবিতে তাঁর অভিনয় দক্ষতা দাগ কেটেছে মানুষের মনে। তবে শুধু অভিনয় নয়, অভিনয় ছাড়াও প্রযোজনা,এবং পরিচালনাতেও যথেষ্ট নাম করেছেন তিনি। সেইসাথে ধানুশের সুখ্যাতি রয়েছে গীতিকার ও গায়ক হিসাবেও।

আজ থেকে ১১ বছর আগে ২০১১ সালে মুক্তি পাওয়া রোম্যান্টিক সাইকোলজিক্যাল থ্রিলার ‘৩’ ছবিতে ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ (Kolavari Di) গান গেয়ে  দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন ধানুশ। এই গান সোশ্যাল মিডিয়ায় এতটাই ভাইরাল হয়েছিল যে আন্তর্জাতিক মহলেও তার গান নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল।

ধানুশ,Dhanush,সাউথ ইন্ডিয়ান সুপারস্টার,South Indian superstar,বিগ বাজেট,Big Budget,ক্যাপ্টেন মিলার,Caotain Miller

প্রসঙ্গত ধানুশ ইতিমধ্যেই ৫০টি ছবিতে অভিনয় করে ১৩টি সিমা অ্যাওয়ার্ড, ৯টি বিজয় অ্যাওয়ার্ড, ৭টি দক্ষিণ ফিল্মফেয়ার, ৫টি ভিকাতন অ্যাওয়ার্ড, ৫টি এডিসন, ৪টি জাতীয় পুরস্কারও পেয়েছেন এই সুপারস্টার।এবার সাউথের এই সুপারস্টার বড় পর্দায় ফিরছেন ক্যাপ্টেন মিলার হয়ে।চলতি মাসের শুরুতেই মুক্তি পেয়েছে তার এই আসন্ন সিনেমার মোশন পিকচার।

ধানুশ,Dhanush,সাউথ ইন্ডিয়ান সুপারস্টার,South Indian superstar,বিগ বাজেট,Big Budget,ক্যাপ্টেন মিলার,Caotain Miller

এই সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক অরুণ মাথেশ্বরণ। এই টিজার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়া তা ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। এক ঝলকেই দর্শকদের মনে ধরেছে এই টিজার। জানা যাচ্ছে ধনুশ অভিনীত এই সিনেমাটিই হতে চলেছে ধনুষের ক্যারিয়ারের  সবচেয়ে বেশি বাজেটের সিনেমা। জানা যাচ্ছে সিনেমায় ধানুশের চরিত্রের নাম ক্যাপ্টেন মিলার।

পরিচালকের মতে একেবারে অন্য ধরনের একটি সিনেমা হতে চলেছে ক্যাপ্টেন মিলার। যা বক্স অফিসে বিপুল পরিমাণ ব্যবসা হবে বলে আশা করছেন তিনি।  জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাউথের এই অভিনেতা সোশ্যাল মিডিয়ায় তার সিনেমার যে টিজারটি শেয়ার করেছিলেন সেখানে দেখা যাচ্ছে মুকলে মুখোশ পরে কাঁধে রিভলবার নিয়ে মোটরবাইকের চেপে এগিয়ে ছেন ধনুশ এগিয়ে আসছেন ধানুষ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥