• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুর্দান্ত VFX এর জন্য লেগেছে আড়াই বছর! অসাধারণ ছবি ‘শামশেরা’, নিজেই ঢোল পেটাচ্ছেন রণবীর কাপুর

যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘শামশেরা’ (Shamshera) ছবিতে রণবীর কাপুরকে প্রথমবার একটি লার্জার দ্যান লাইফ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। মুখ্য চরিত্র ‘শামশেরা’য় অভিনয় করেছেন তিনি। ছবিতে সঞ্জয় দত্ত বনাম রণবীরের (Ranbir Kapoor) লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শকরা। তবে আপনি জানেন, শুধুমাত্র দর্শকদের যাতে ভালোলাগে, সেই কারণে প্রায় আড়াই বছর ধরে এই সিনেমার ভিএফএক্সের (VFX) কাজ হয়েছে? সম্প্রতি ঋষি-পুত্র নিজে ফাঁস করেছেন একথা।

আদিত্য চোপড়ারজশ রাজ ফিল্মসের একটি ইন-হাউস ভিএফএক্স ডিভিশন রয়েছে। সেটির নাম হল YFX। তারাই যশ রাজের বাকি ছবির মতো রণবীরের আসন্ন ছবির ভিএফএক্সের কাজ করেছে। আর তাদের কাজ দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন অভিনেতা। তাঁর বক্তব্য, ছবিটি যে এত গ্র্যান্ড হবে, তা তিনি ভাবতেই পারেননি।

   

Ranbir Kapoor

‘শামশেরা’র ভিএফএক্স প্রসঙ্গে কথা বলার সময় রণবীর বলেন, ‘মাধ্যম হিসেবে সিনেমার মধ্যে দর্শকদের অন্য একটি দুনিয়ায় নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। যেখানে তাঁরা পুরো হারিয়ে যান।… আমা মনে হয়, যশ রাজ ফিল্মস এই ছবির জন্য অনেক সাহায্য করেছে। তা সে বাজেট হোক বা অ্যাকশন দৃশ্যের শ্যুটিং। এদিক থেকে শামশেরা সম্পূর্ণ ভিস্যুয়াল স্পেকটেকল তৈরি করেছে। যখন আমরা শ্যুটিং করছিলাম তখনও মনে হয়নি এই স্কেলে ছবিটি তৈরি হবে। আর যখন আমি ফাইনাল প্রোজেক্ট দেখি, তখন অবাক হয়ে যাই। দর্শকরা এই ছবি কখন দেখবেন তার জন্য আমি মুখিয়ে রয়েছি’।

কাল্পনিক শহর কাজার গল্প দেখানো হবে ‘শামশেরা’য়। সেখানে জেনারেল শুদ্ধ সিং এক লড়াকু জনজাতিকে বন্দি করে রেখে তাঁদের ওপর অত্যাচার করে। এই ছবি এমন এক ব্যক্তির কাহিনী যে প্রথমে দাস হবে, এরপর নেতা হবে এবং সবশেষে নিজের জনজাতির এক কিংবদন্তি চরিত্রে পরিণত হবে।

Ranbir Kapoor in Shamshera

‘শামশেরা’য় ক্রূর জেনারেল শুদ্ধ সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত। এই সিনেমায় পর্দার সঞ্জু রণবীর সিং এবং বাস্তবের সঞ্জুর মধ্যে লড়াই দেখতে পারবেন দর্শকরা। ছবিতে আছেন বানী কাপুরও।  আগামী ২২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত সিনেমা।

site