ইদানিং আমাদের রোজকার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া Social Media)। আর এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই আজকের দিনে অত্যন্ত পরিচিত একটি শব্দ হল ভাইরাল। খারাপ ভালো যে কোনো বিষয়ই এই সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়ে যায় ঝড়ের গতিতে। এই যেমন নদীয়া জেলার রানাঘাটের রানু মন্ডল (Ranu Mondal)।
আজকের দিনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ রানু মন্ডলকে চেনেন না এমন মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে। ২ বছর আগে রানাঘাট স্টেশনে সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের গাওয়া গান গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছিলেন আজকের রানু দি। সেই শুরু, এরপর আসমুদ্র হিমাচল ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েন তিনি।
এখন গোটা দেশ তাকে একডাকে চেনে। একসময় মুম্বাইয়ের বিখ্যাত মিউজিক কম্পোজার হিমেশ রেশমিয়ার দৌলতে হিন্দি গান ‘তেরি মেরি’ (Teri Meri) গাওয়ারও সুযোগ পেয়েছিলেন রানু। সেই গান একসময় ঝড় তুলেছিল পাড়ার চায়ের ঠেক থেকে পূজা মন্ডপ সর্বত্র। কিন্তু একটা সময় আলপটকা মন্তব্য করে নেটিজেনদের রোষের মুখে পড়েছিলেন সকলের প্রিয় রানু দি।
কিন্তু তা ছিল সাময়িক। এখন তো সময়ের সাথে দিনে দিনে যেন বেড়েই চলেছে রানু ম্যাজিক। তাই এখন প্রায়দিনই রানু মন্ডলের রাণাঘাটের ওই ভাঙাচোরা বাড়িতেই তার সাথে ভিডিও বানানোর জন্য ভীড় জমান একের পর এক ইউটিউবাররা। এমনকি শুধুমাত্র রানু মন্ডলের সাথে ভিডিও বানানোর জন্য কেউ কেউ আবার বাংলাদেশ থেকেও এসেছেন ভারতে।