বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন চাঁদনী সাহা। জি বাংলার ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের গীত নামেই বেশি পরিচিত তিনি। প্রসঙ্গত কিছুদিন আগেই জি বাংলার পর্দার শেষ হয়েছে এই’ ‘যমুনা ঢাকি’ সিরিয়াল। কিন্তু রোজ নিয়মিত সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের চরিত্রা দর্শকদের একেবারে ঘরের মানুষ হয়ে যায়।
তাই সিরিয়াল শেষ হয়ে গেল সিরিয়ালে চরিত্র দের ভুলতে পারেন না দর্শক। ব্যতিক্রম নন যমুনা ঢাকি সিরিয়ালের গীত অভিনেত্রী চাঁদনীও। তবে একথা ঠিক এখনকার দিনের অভিনেতা অভিনেত্রীদের হাতে কিন্তু কাজের অভাব অভাব হয় না। তাই একটা সিরিয়াল শেষ হতেই আরেকটা নতুন সিরিয়ালে অভিনয় করার সুযোগ পেয়ে যান কমবেশি সকলেই।
গীত অভিনেত্রী চাঁদনী সাহার ক্ষেত্রেও কিন্তু তাই। যমুনা ঢাকি শেষ হওয়ার পর এবার তাকে দেখা যাবে স্টার জলসার নতুন সিরিয়াল ‘মাধবীলতা’য়। এই সিরিয়ালে নায়িকা মাধবীর দিদির মালতি চরিত্র দেখা যাবে তাকে। নতুন ধরনের এই চরিত্র পেয়ে বেজায় খুশি অভিনেত্রী। প্রসঙ্গতা ২০১১ সালে ‘বিন্দি’ সিরিয়ালের হাত ধরে অভিনয় জীবনের শুরু করেছিলেন চাঁদনী।
পরবর্তীতে অভিনয় করেছেন আরও একাধিক চরিত্রে। ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে ১০ বছর হয়ে গিয়েছে অভিনেত্রীর। তবে এখন আর মুখ্য চরিত্রে অভিনয়ের ডাক পান না চাঁদনি। কারণটা অজানা থাকলেও এই নিয়ে কম আফসোস নেই তার। সম্প্রতি এই নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন অভিনেত্রী। তিনি এবলেছেন ‘মুখ্য চরিত্রে অভিনয় করলে দর্শকের কাছে তখন নতুন চরিত্রের গ্রহণযোগ্যতা কমে যায়’। তাই তার লিড করার শখ তার পূরণ হয়ে গিয়েছে। এখন শুধু নতুন চরিত্রে নিজেকে ভাঙতে চান তিনি।
কারণ তিনি বরাবরই চেয়েছিলেন বিভিন্ন ধরণের চরিত্রের মধ্যে দিয়েই নিজেকে মেলে ধরতে। তাই লিড রোলের সুযোগ না এলেও এখন যে ধরণের চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছে তা তার কাছে খুবই মূল্যবান বলে জানিয়েছেন পর্দার গীত। সেই সাথে একটি প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেছেন নায়িকা হওয়া সহজ হলেও নায়িকা হয়ে টিকে থাকা কঠিন। সেইসাথে চাঁদনী জানিয়েছেন নতুন নায়িকাদের মধ্যে তার এ ভীষণ প্রিয় ইধিকা, সৌমিতৃষা, আর অন্বেষা।