তেলেগু ইন্ডাস্ট্রির পরিচিত নাম মহেশ বাবু (Mahesh Babu)। দর্শকদের বহু হিট ছবি উপহার দিয়েছেন এই অভিনেতা। সাউথ ইন্ডাস্ট্রির পরিচিত মুখ বললে ভুল হবে, আসলে সুপারস্টার তিনি। দর্শকদের অন্যতম পছন্দের হিরোর ব্যাপারে অনেকেই হয়তো জানেন, তিনি ধূমপান করেন না। ছবিতে কয়েকবার ধূমপান করতে দেখা গেলেও, বাস্তবে এই দক্ষিণী অভিনেতা একেবারেই ধূমপান করেন না।
এই বিষয়ক একটি বই পড়ার পর থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ‘স্পাইডার’, ‘পোকিরি’র মতো সুপারহিট ছবিতে অভিনয় করা মহেশ বাবু শুধু ভালো অভিনেতা নন, একজন অত্যন্ত ভালো মানুষও, অনুরাগীরাই মেনে নিয়েছেন একথা। আজ এই দক্ষিণী সুপারস্টারের (South Indian Superstar) বিষয়ে ৫টি অজানা তথ্য তুলে দেওয়া হল।
কখনও রিমেকে কাজ করবেন না : মহেশ বাবু এমন একজন অভিনেতা যিনি ঠিক করেছেন, কোনোদিন রিমেক ছবিতে কাজ করেননি এবং করবেনও না। অভিনেতা নিজেই জানিয়েছেন, তিনি রিমেকে কাজ করায় বিশ্বাসী নন। বরং অরিজিনাল ছবি তৈরিতে আগ্রহী।
পরোপকারী একজন ব্যক্তি: মহেশ বাবু অত্যন্ত পরোপকারী একজন ব্যক্তি। উনি নিজের আয়ের ৩০ শতাংশ অর্থ দান করে দেন। আর এই কথাটিই প্রমাণ করে একজন বড় মাপের শিল্পী হওয়ার পাশাপাশি তিনি একজন বড় মাপের মানুষও।
গ্রাম দত্তক নেওয়া: দক্ষিণী সুপারস্টারের অনেক কম অনুরাগীই হয়তো জানেন, মহেশ বাবু ২টি গ্রাম দত্তক নিয়েছেন। অন্ধ্রপ্রদেশে বুরিপালেম এবং তেলেঙ্গানায় সিদ্ধপুরম গ্রাম দু’টি দত্তক নিয়েছেন এই অভিনেতা। উল্লেখ্য, এর মধ্যে বুরিপালের গ্রামে অভিনেতার পিতার জন্ম হয়েছিল।
মাতৃভাষা পড়তে পারেন না অভিনেতা: মহেশ বাবুর জন্ম এবং বেড়ে ওঠা চেন্নাইয়ে। তবে অভিনেতা নিজের মাতৃভাষা পড়তে পারেন না। উনি তেলেগু ভাষা বলতে এবং বুঝতে পারেন, কিন্তু পড়তে পারেন না। এমনকি উনি নিজের ছবির চিত্রনাট্যও পড়েন না। বরং মনোযোগ সহকারে নির্দেশকের কথা শোনেন। আর সেটাই অভিনয়ের মাধ্যমে ছবিতে প্রদর্শিত করেন।
ভয়েজ ওভার আর্টিস্ট হিসেবে কাজ করেছেন : পবন কল্যাণ অভিনীত ‘জলসা’ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘বাদশাহ’ ছবিতে ভয়েজ ওভার আর্টিস্ট হিসেবে কাজ করেছেন মহেশ বাবু। এর পাশাপাশি নিজের ছবি ‘বিজনেসম্যান’এর টাইটেল ট্র্যাকও গেয়েছেন তিনি।