• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেউ ৫ ফুট তো কেউ ৬ ফুট! রইল টলিউডের সেরা ১০ অভিনেতার উচ্চতার তালিকা

বাংলা সিনেমা নিয়ে বাঙালি দর্শকদের মধ্যে মাতামাতি রয়েছে বেশ। সুপারস্টার দেব বা জিতের সিনেমা রিলিজ হওয়া মানেই সিনেমাহল হাউসফুল। তবে এক নয় একাধিক সেরা অভিনেতা রয়েছেন টলিউডে। আজ আপনাদের জন্য টলিউডের ১০ অভিনেতাদের বাস্তবের উচ্চতার (Height) তালিকা নিয়ে হাজির হয়েছি। এই তালিকায় প্রসেনজিৎ থেকে জিৎ দেব থেকে যীশু সকলেরই উচ্চতা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক তালিকাটি :

Abir Chatterjee,Dev,Mithun Chakraborty,Jisshu Sengupta,Yash Dasgupta,Soham Chakraborty,Prosenjit Chatterjee,Ankush Hazra,Bengali Actors real height,বাংলা নায়কদের উচ্চতা,বাংলা নায়কদের হাইট,প্রসেনজিৎ চ্যাটার্জী,দেব,জিৎ,টলিউড গসপ

   

আবির চ্যাটার্জী (Abir Chatterjee) : টলিউডের হ্যান্ডসাম সুপুরুষ অভিনেতা আবির চ্যাটার্জী। বিশেষত ব্যোমকেশ সিরিজের বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে বাঙালির হৃদয় জিতে নিয়েছেন তিনি। অভিনেতার উচ্চতা বেশ লম্বা, জানা যায় ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতা আবির চ্যাটার্জীর।

Abir Chatterjee,Dev,Mithun Chakraborty,Jisshu Sengupta,Yash Dasgupta,Soham Chakraborty,Prosenjit Chatterjee,Ankush Hazra,Bengali Actors real height,বাংলা নায়কদের উচ্চতা,বাংলা নায়কদের হাইট,প্রসেনজিৎ চ্যাটার্জী,দেব,জিৎ,টলিউড গসপ

দেব (Dev) : বাংলার সুপারস্টারের কথা বলতে গেলেই সবার আগে যার নাম আসে তিনি হলেন দেব। একসময় কমার্শিয়াল ছবিতে কাজ করলেও বর্তমানে ভিন্ন ধারার ছবিতেও বক্স অফিস কাঁপাচ্ছেন দেব। টনিক থেকে কিশমিশ এমন একাধিক ছবি রয়েছে যা দর্শকদের দারুন লেগেছে। দেবের উচ্চতা প্রায় ৬ ফুট ১ ইঞ্চি।

Mithun Chakraborty talks about Tollywood

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) : ফাটাকেষ্ট থেকে মহাগুরু ৯০ এর দশকের বাংলার অ্যাকশন হিরো মানে একটাই নাম মিঠুন চক্রবর্তী। শতাধিক ছবিতে ও অভিনয় করেছেন তিনি, সাথে বাংলার ফার্স্ট ডিস্কো ডান্সারের খেতাবও রয়েছে তাঁর কাছেই। অভিনেতার আসল উচ্চতা হল ৬ ফুট।

cropped-Jisshu-Sengupta. যীশু সেনগুপ্ত

যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) : টলিউড ইন্ডাস্ট্রির খুবই পছন্দের একজন অভিনেতা হলেন যীশু সেনগুপ্ত। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তো বটেই বলিউড এমনকি ওটিটি প্লাটফর্মেও নাম লিখিয়েছেন যীশু সেনগুপ্ত। এছাড়াও রিয়্যালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্বেও দেখা যায় তাকে। নিজের ৬ ফুট উচ্চতার কারণে সর্বদাই বেশ মানানসই লাগে অভিনেতাকে।

Yash Dasgupta likes to see beautiful girls after wake up

যশ দাসগুপ্ত (Yash Dasgupta) : টলিউডের অভিনেতাদের কথা বলতে গেলে যশ দাসগুপ্তের কথা বলতেই হয়। সিরিয়াল দিয়ে শুরু হলেও টলিউডের ছবিতে বেশ নাম করেছেন যশ। শেষ ছবি ‘চিনে বাদাম’ এর জন্য প্রযোজকের সাথে বেশ কিছু ঝামেলাতেও নাম জড়িয়েছে তার। অভিনেতার উচ্চতা ৬ ফুট আর সাথে মানানসই বডিও রয়েছে।

Soham Chakraborty সোহম চক্রবর্তী

সোহম চক্রবর্তী (Soham Chakraborty) : শিশুশিল্পী হিসাবে ছোটবেলাতেই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল সোহম চক্রবর্তীর। এরপর বড় বেলাতেও একাধিক হিট বাংলা ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। বোঝে না সে বোঝে না ছবিতে সোহমের অভিনয় মন ছুঁয়েছিল সমস্ত দর্শকদের। অভিনেতার বাস্তবের উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি।

Abir Chatterjee,Dev,Mithun Chakraborty,Jisshu Sengupta,Yash Dasgupta,Soham Chakraborty,Prosenjit Chatterjee,Ankush Hazra,Bengali Actors real height,বাংলা নায়কদের উচ্চতা,বাংলা নায়কদের হাইট,প্রসেনজিৎ চ্যাটার্জী,দেব,জিৎ,টলিউড গসপ

জিৎ (Jeet) : বাংলার সেরা সুপারস্টারের নাম নিয়ে গেলে প্রথমেই আসে জিতের কথা। সাথী, নাটের গুরু এর মত সিনেমা হেকে রাবন, রংবাজ  প্রতিবারেই দর্শকদের ভরপুর এন্টারটেনমেন্ট দিয়েছেন অভিনেতা। আর জিৎ বাস্তবে ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা।

Abir Chatterjee,Dev,Mithun Chakraborty,Jisshu Sengupta,Yash Dasgupta,Soham Chakraborty,Prosenjit Chatterjee,Ankush Hazra,Bengali Actors real height,বাংলা নায়কদের উচ্চতা,বাংলা নায়কদের হাইট,প্রসেনজিৎ চ্যাটার্জী,দেব,জিৎ,টলিউড গসপ

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) : টলিউড ইন্ডাস্ট্রি বলতে বর্তমানে প্রসেনজিৎ চাটার্জীকেই বোঝানো হয় এক[রোলার। শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি, সম্প্রতি তাঁর ‘আয় খুকু আয়’ ছবি রিলিজ হয়েছে। অভিনেতা বাস্তবে ৫ ফুট ৬ ইঞ্চির একটু বেশি লম্বা।

Abir Chatterjee,Dev,Mithun Chakraborty,Jisshu Sengupta,Yash Dasgupta,Soham Chakraborty,Prosenjit Chatterjee,Ankush Hazra,Bengali Actors real height,বাংলা নায়কদের উচ্চতা,বাংলা নায়কদের হাইট,প্রসেনজিৎ চ্যাটার্জী,দেব,জিৎ,টলিউড গসপ

অঙ্কুশ হাজরা (Ankush Hazra) : টলিউডের সদা হাস্যকর অভিনেতাদের মধ্যে অন্যতম অঙ্কুশ হাজরা একাধিক সুপারহিট ছবি রয়েছে তার ঝুলিতে, যার মধ্যে বিবাহ অভিযান থেকে ম্যাজিক উল্লেখযোগ্য। পর্দায় দেখলে অভিনেতাকে বেশ লম্বা বলেই মনে হয়, তবে তাঁর আসল উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চির থেকে সামান্য বেশি।

site