• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের মণ্ডপেও শান্তি নেই! রোহিণীর শয়তানিতে এবার হাতকড়া পড়ল নোলকের উকিলবাবুর হাতে

Published on:

গোধূলি আলাপ,Godhuli Alap,অরিন্দম রায়,Arindom Roy,নোলক,Nolok,নতুন প্রমো,New Promo

সিরিয়াল মানেই দর্শকদের রোজকার বিনোদনের অঙ্গ। ইদানিং সিরিয়াল ছাড়া এক মুহূর্ত চলে না সিরিয়ালপ্রেমী দর্শকদের। অল্পদিনেই দর্শকমহলে দারুন জনপ্রিয় হয়েছে একেবারে ভিন্ন স্বাদের এমনই একটি নতুন সিরিয়াল ‘গোধূলি আলাপ'(Godhuli Alap)। অসমবয়সী, সম্পূর্ণ ভিন্ন মেরুর দুজন মানুষের দাম্পত্য জীবন নিয়ে তৈরি হয়েছে এই সিরিয়ালের গল্প।

এই সিরিয়ালের নায়ক অরিন্দম রায়ের (Arindom Roy) চরিত্রে অভিনয় করছেন প্রবীণ অভিনেতা কৌশিক সেন (Kaushik Sen) এবং নোলক (Nolok) চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী সোমু সরকার (Somu Sarkar)। প্রথমদিকে সিরিয়ালের নায়ক উকিল বাবু এবং নায়িকা নোলকের বয়সের বিস্তর ফারাক নিয়ে দর্শকদের মধ্যে তুমুল সমালোচনা শুরু হলেও বর্তমানে তারা দুজনেই দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছেন।

গোধূলি আলাপ,Godhuli Alap,অরিন্দম রায়,Arindom Roy,নোলক,Nolok,নতুন প্রমো,New Promo

দর্শকরা সকলেই এখন নোলক আর তার উকিল বাবুর অনবদ্য অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শকরা সকলেই জানেন একসময় পরিস্থিতির চাপে পেশায় বহুরূপী গ্রামের মেয়ে নোলককে বিয়ে করে নিয়েছিলেন শহরের নামী উকিল অরিন্দম রায়। তবে এখন অল্প বয়সী এই নোলকের প্রতি এক অদ্ভুত মায়া তৈরি হয়েছে উকিলবাবুর। অথচ তারা দুজনে কিছুতেই  দোটানা কাটিয়ে সহজ সম্পর্কে আসতে পারছেন না।

গোধূলি আলাপ,Godhuli Alap,অরিন্দম রায়,Arindom Roy,নোলক,Nolok,নতুন প্রমো,New Promo

একদিকে উকিল বাবু ভাবছেন তার সাথে নোলকের বয়সের বিস্তর পার্থক্যের কথা।  অন্যদিকে নোলক ভাবছে উকিল বাবুর কাছে সে বোঝা হয়ে উঠেছে। তাই কাউকে কিচ্ছু না জানিয়ে বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছে নোলক। আজকের পর্বেই দেখা গিয়েছে বাড়ি ছেড়ে পালিয়েছে নোলক। আর উকিল বাবু শোঃ বাড়ির লোকজন তাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে পড়েছে।

এরইমধ্যে এসে গিয়েছে সিরিয়ালের নতুন প্রমো (New Promo)। সেখানে দেখা যাচ্ছে টুকটুকে লাল বেনারসি আর গা ভর্তি সোনার গয়নায় সেজেছে নোলক। আর উকিলবাবু পড়েছেন লাল সাদা পাঞ্জাবি। তাদের সাজপোশাক দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। দর্শকরা ভালোবেসে তাদের ‘অরিলোক’ বলেন। তবে নতুন প্রমো দেখে প্রথমে আনন্দ হলেও পরে মন খারাপ হয়েছে সকলের কারণ নোলক আর উকিলবাবুর বিয়ের মাঝপথে পুলিশ এসে ধরে নিয়ে যায় তাকে। কারণ রোহিনী শয়তানি করে বলে দেয় নোলক এখনও নাবালক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥