বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত একটা নাম হল ‘মিঠাই’ (Mithai)। প্রতিদিন ঘড়ির কাঁটা রাত আটটার ঘরে যেতেই হাতের সমস্ত কাজ সেরে বাড়ির সবাই মিলে বসে পড়েন মিঠাই দেখার জন্য। তাই সাপ্তাহিক টি আর পি (TRP) স্কোর যাই হোক কেন মিঠাই সিরিয়াল ঘিরে দর্শকদের মধ্যে কিন্তু উন্মাদনার কমতি নেই। কিন্তু বিগত কয়েকমাস ধরে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মিঠাই রানির মোদক পরিবারের।
চলতি সপ্তাহেও একেবারে হুড় মুড়িয়ে পড়েছে সিরিয়ালের টি আর পি। এককালের বেঙ্গল টপার সিরিয়াল শীর্ষস্থান তো খুইয়েছে অনেক আগেই এবার দ্বিতীয় এবং তৃতীয় স্থানটাও হাতছাড়া হয়েছে মিঠাইরানির। এদিন ষ্টার জলসার একাধিক সিরিয়ালের ধাক্কায় টি আর পি লিস্টে একেবারে পঞ্চমস্থানে নেমে এসেছে মিঠাই।এতদিন উচ্ছেবাবুর তুফান মেলের সাথে লড়াই চলত ষ্টার জলসার ‘ধূলোকণা’ এবং ‘গাঁটছড়া’ সিরিয়ালের নায়িকাদের।
এবার এই তালিকায় যুক্ত হয়েছে আরও দুটি জনপ্রিয় সিরিয়ালের নাম। যার মধ্যে একটি হল ষ্টার জলসার ‘আলতা ফড়িং’ এবং আর একটি হল জি বাংলার ‘গৌরীএলো’। তাই গতকাল টি আর পি রেজাল্ট সামনে আসার পর থেকেই মিঠাইয়ের ফ্যান পেজ গুলোতে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। যার মধ্যে দিয়ে উঠে এসেছে বেশ কিছু তথ্য। অনুরাগীরা মনে এগুলোই সিরিয়ালের টি আর পি কমে যাওয়ার আসল কারণ।
যার মধ্যে প্রথমেই উঠে আসছে দিনের পর দিন মিঠাই সিরিয়ালের প্রতি চ্যানেল কর্তৃপক্ষের অবহেলা। দিনের পর দিন মিঠাই সিরিয়ালের কোনো প্রমো আসেনি চ্যানেলে। এমনকি দর্শকদের দাবি সমরেশ অনুরাধার বিয়ের প্রমো আসলেও তা অনেক পরে দেওয়া হয়েছে। এছাড়া দ্বিতীয় কারণ হিসাবে উঠে আসছে দর্শকরা সিরিয়ালের গল্পে পরিবর্তন চাইছেন। মিঠাইয়ের ভুলভাল ইংরেজি শুনে বিরক্ত সবাই।এবার মিথাইরানীকে সবাই উচশিক্ষিত মেয়ে হিসাবে দেখতে চাইছেন।
এছাড়াও বলা হচ্ছে দিনে দিনে বাড়ছে প্রতিপক্ষ ধূলোকনা সিরিয়ালের জনপ্রিয়তা। সেই সিরিয়ালে নায়ক নায়িকা লালন ফুলঝুরির বিয়ে ঘিরে এসেছে নিত্যনতুন টুইস্ট। পাশাপাশি এই সিরিয়ালের অন্যান্য জনপ্রিয় জুটি সেসব তারা দিন দিন সিরিয়াল থেকে হারিয়ে যাচ্ছে বলে খবর। বিশেষ করে সিরিয়ালের সোম, তোর্সা এবং নিপা রুদ্রর কথা উঠে আসছে বারবার। কারণ ইদানিং এই অভিনেতাকে পাঠানো হয়েছে পিলু সিরিয়ালে। তবে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে যে বিষয়টি তা হল বাস্তবজীবনে সিরিয়ালের প্রধান নায়ক নায়িকা অর্থাৎ আদৃত(Adrit),সৌমিতৃশার (Soumitrisha) সম্পর্কের ফাটল।