গত এক বছর বিনোদন দুনিয়ার মানুষদের জন্য খুবই খারাপ কেটেছে। একের পর এক তারকা ভক্তদের কাঁদিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। গত এক বছরে বিনোদন দুনিয়ার (Entertainment industry) সঙ্গে জড়িত ২৫ জন ব্যক্তিত্বের প্রয়াণ হয়েছে। এর মধ্যে নাম রয়েছে সিদ্ধার্থ শুক্লা থেকে শুরু করে পুনীত রাজকুমারের মতো তরুণ শিল্পীদেরও। আর যদি শেষ ৬ মাসের নিরিখে বলা হয়, তাহলে এই সময়কালে প্রয়াত হয়েছেন ফিল্মি দুনিয়ার ১১ জন তারকা। আজ বং ট্রেন্ডের এই প্রতিবেদনে শেষ ৬ মাসে ভক্তদের কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া তারকাদের নাম দেওয়া হল।
লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)
কোকিলকন্ঠী লতা মঙ্গেশকর দীর্ঘ সময় ধরে ভুগছিলেন। হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। শেষে গত ৩ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরসম্রাজ্ঞী। গায়িকার মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়েছিল গোটা দেশ।
বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri)
লতা মঙ্গেশকরের মৃত্যুর ধাক্কা কাটতে না কাটতেই ‘গোল্ডেন স্টার’ বাপ্পি লাহিড়ী প্রয়াত হন। দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকার পর গত ১৫ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রবীণ কুমার সোবতি(Praveen Kumar Sobti)
গত ৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ‘মহাভারত’ খ্যাত ভীম। প্রিয় অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছিল ভক্তদের হৃদয়ে।
রমেশ দেব (Ramesh Deo)
‘আনন্দ’ সিনেমা খ্যাত রমেশ দেব গত ২ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। জনপ্রিয় এই অভিনেতা নিজের কেরিয়ারে প্রায় ৫০০’এর কাছাকাছি হিন্দি এবং মারাঠি সিনেমায় কাজ করেছেন। সেই তালিকায় ‘আনন্দ’এর পাশাপাশি ‘কসৌটি’, ‘হলচল’, ‘জলি এলএলবি’র মতো সিনেমার নাম রয়েছে।
অরুণ ভার্মা (Arun Verma)
গত ২০ জানুয়ারি প্রয়াত হন অভিনেতা অরুণ ভার্মা। ব্রেনে ব্লকেজের কারণে প্রাণ হারান তিনি। বলিউড সুপারস্টার সলমন খানের সঙ্গে ‘কিক’ ছবিতে অভিনয় করেছিলেন অরুণ।
অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)
বাংলা সিনেমা এবং টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় গত ২৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান। পরিবার সূত্র জানা গিয়েছে, ৫৭ বছর বয়সি এই অভিনেতা দীর্ঘ সময় ধরেই অসুস্থ ছিলেন।
মঞ্জু সিং (Manju Singh)
আশির দশকে বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন মঞ্জু। জনপ্রিয় এই অভিনেত্রী চলতি বছর ১৪ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়েছে প্রয়াত হয়েছেন।
সেলিম ঘোষ (Salim Ghouse)
সিনেমা, টেলিভিশন শুধু নয়, থিয়েটার জগতেরও পরিচিত মুখ সেলিম ঘোষ। গত ২৮ এপ্রিল ভক্তদের কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই অভিনেতা।
সিধু মুসেওয়ালা (Sidhu Moose Wala)
গত ২৯ মে সারা দেশ এই জনপ্রিয় তরুণ গায়কের মৃত্যু সংবাদ পেয়ে কেঁদেছিল। পাঞ্জাবে গুলি করে সিধুকে হত্যা করা হয়েছিল।
এমসি তোড়ফোড় (MC Tod Fod)
চলতি বচর ২১ মার্চ মাত্র ২৪ বছর বয়সে র্যাপার এবং অভিনেতা এমসি তোড়ফোড় প্রয়াত হন। তাঁর মৃত্যুতে সম্পূর্ণ বলিউড জুড়ে নেমে এসেছিল শোকের ছায়া।
রশিদ নাজ (Rasheed Naz)
অক্ষয় কুমার অভিনীত ‘বেবি’ ছবিতে মৌলানা মহম্মদ রহমানের চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেতা। চলতি বছর ১৭ জানুয়ারি প্রয়াত হন রশিদ নাজ।