বৃহস্পতিবার দিন মানেই বাঙালি দর্শকদের কাছে প্রীতি সিরিয়ালের জনপ্রিয়তার রেজাল্টের দিন। এদিন বেলার মধ্যেই সপ্তাহের সেরা ১০ সিরিয়ালের টিআরপি তালিকা (TRP List) রিলিজ হয়। অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন ভক্তরা এই লিস্টের জন্য। বিগত কয়েক মাস যাবৎ একসময় ব্যাক টু ব্যাক বাংলার সেরা সিরিয়াল হওয়া মিঠাই (Mithai) বড্ড চাপে রয়েছে। কখনো গাঁটছড়া (Gatchora) তো কখনো ধূলোকণা (Dhulokona) টেক্কা দিয়েছে মিঠাইকে।
৫০ বার প্রথমস্থানে থাকা মিঠাই তিন থেকে পাঁচের মধ্যে নেমে এসেছে। গত সপ্তাহেই ধূলোকণা, গাঁটছড়া টেক্কা দিয়েছিল মিঠাইকে। আর এসপ্তাহেও সেই একই ধারা বজায় থাকল। তবে এবারে টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) ফলাফল আরও বেশি খারাপ বলেই বোঝা যাচ্ছে। কারণ গতবারের তালিকায় ৩ নম্বরে থাকলেও এবারে ৫ নম্বরে চলে গিয়েছে মিঠাইয়ের নাম। সবাইকে অবাক করে এবারেও টিআরপি তালিকায় বেঙ্গল টপার ধূলোকণা সিরিয়াল।
সিরিয়ালে বহু প্রতীক্ষা ও ঝড় ঝাপটার পর লালন ফুলঝুরির বিয়ে হয়েছে। এই দৃশ্য দেখার জন্যই অপেক্ষায় ছিলেন দর্শকেরা। তাই দুজনের বিয়ে যে আলাদা জনপ্রিয়তা এনে দিয়েছে সেটা বোঝাই যাচ্ছে। এবারের তালিকায় ৯.৩ পয়েন্ট পেয়ে প্রথম স্থানে রয়েছে ধূলোকণা। এরপর রয়েছে খড়ি-ঋদ্ধির জুটি গাঁটছড়া। তৃতীয় স্থান পেয়েছে আলতা ফড়িং, প্রাপ্ত পয়েন্ট ৮.০। চলুন দেখে নেওয়া যাক সেরা ১০ সিরিয়ালের তালিকা।
টিআরপি এর নিরিখে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List)
ধূলোকণা – ৯.৩ (প্রথম)
গাঁটছড়া – ৮.৩ (দ্বিতীয়)
আলতা ফড়িং – ৮.০ (তৃতীয়)
গৌরী এল – ৭.৭
লক্ষী কাকিমা সুপ্তস্তর, মিঠাই – ৭.৫
মন ফাগুন – ৭.২
এই পথ যদি না শেষ হয় – ৬.০
অনুরাগের ছোঁয়া – ৫.৯
খেলনা বাড়ি – ৫.৭
প্রসঙ্গত, এই সপ্তাহেই শুরু হয়েছে নতুন সিরিয়াল সাহেবের চিঠি। শুরুর সপ্তাহেই প্রতীক সেন ও দেবচন্দ্রিমা সিংহ রায়ের সিরিয়ালের টিআরপি রেটিং ৪.২। আগামী দিনে হয়তো এই সিরিয়ালই টেক্কা দিয়ে দিতে পারে বাকিদের। এছাড়া জি বাংলার পর্দায় শুরু হয়েছে বোধিসত্ত্বের বোধ বুদ্ধি। তাছাড়া একাধিক সিরিয়ালের টিআরপি কমে গিয়েছে অনেকটাই। গুঞ্জন শোনা যাচ্ছে ষ্টার জলসার ‘খড়কুটো’ সিরিয়ালটিও নাকি বন্ধ হয়ে যেতে পারে।