• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জীবনের সবচেয়ে বড় ভুল কঙ্গনার সাথে কাজ করা! বিস্ফোরক মন্তব্য হনসল মেহতার

বলিউডের অন্যতম জনপ্রিয়, অন্যতম প্রতিভাবান অভিনেত্রী যেমন কঙ্গনা রানাউত (Kangana Ranaut), তেমনই আবার অন্যতম বিতর্কিত অভিনেত্রীও বটে। একাধিক সময় একাধিক বিষয়ে নিজের বক্তব্য রেখে থাকেন বলি পাড়ার ‘ক্যুইন’। সেই কারণে সংবাদমাধ্যমের শিরোনামেও উঠে আসেন তিনি। তবে এবার নিজের কোনও বক্তব্যের কারণে নয়, বরং তাঁকে নিয়ে বিখ্যাত পরিচালক হনসল মেহতা (Hansal Mehta) এমন একটি বক্তব্য রেখেছেন, যে কারণে ফের আলোচনার কেন্দ্রে চলে এসেছেন অভিনেত্রী।

‘শহীদ’, ‘সিটিলাইটস’এর মতো জনপ্রিয় সিনেমা, ‘স্ক্যাম ১৯৯২’এর মতো সুপারহিট ওয়েব সিরিজের পরিচালক হনসল। কঙ্গনা অভিনীত ‘সিমরন’ ছবিটির পরিচালকও তিনি ছিলেন। কিন্তু সম্প্রতি সেই নামী পরিচালক জানিয়েছেন, বলিপাড়ার ‘ক্যুইন’এর সঙ্গে কাজ করা নাকি তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কিন্তু হঠাৎ অভিনেত্রীর সম্বন্ধে কেন এমন বললেন পরিচালক? আপাতত হনসলের বক্তব্য শুনে এই একটি প্রশ্নই সকলের মনে ঘুরছে।

   

Hansal Mehta says working with Kangana Ranaut was a mistake

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিমরন’ ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। ছবিতে দেখানো হয়েছিল, সিমরন নামের এক যুবতী কীভাবে জুয়া খেলায় সব টাকা হেরে ব্যাঙ্ক ডাকাতি শুরু করেছিলেন। সত্য ঘটনা অবলম্বনে এই ছবিটি তৈরি করেছিলেন হনসল। কিন্তু সেই ছবি তৈরির সময় কঙ্গনার সঙ্গে একেবারেই ভালো সম্পর্ক গড়ে ওঠেনি পরিচালকের।

Hansal Mehta

সম্প্রতি মুম্বইয়ের সংবাদমাধ্যমে এই বিষয়ে সাক্ষাৎকার দেওয়ার সময় হনসল বলেছেন, ‘কঙ্গনা নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী। কিন্তু আমার মনে হয়, ও হাতেগোনা কয়েকটি চরিত্রের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রেখেছে’। পরিচালকের সংযোজন, ‘কঙ্গনা নিঃসন্দেহে একজন বড় স্টার। ওঁকে আমি কটাক্ষ করতে চাই না। তবে ছবির শ্যুটিং করতে গিয়ে ওঁর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক গড়ে ওঠেনি। বরং, ওঁর সঙ্গে কাজ করা আমার জীবনের অন্যতম বড় একটি ভুল’।

Kangana Ranaut

এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল, ‘সিমরন’ ছবির সম্পাদনা কঙ্গনা নিজে করতে চেয়েছিলেন। তবে হনসল জানিয়েছেন, বিষয়টি একেবারেই তেমন নয়। কারণ ছবিটি সম্পাদনা করার মতো কোনও স্থানই অভিনেত্রীর ছিল না।

site