সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। তাই সিরিয়াল শেষ হয়ে গেলেও সিরিয়ালের পোকা দর্শকদের নিশ্চই এখনও মনে রয়েছে জি বাংলার ‘করুণাময়ী রানি রাসমণি’ (Karunamoyee Rani Rashmoni) ধারাবাহিকের জগদম্বা অভিনেত্রী রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharyya)-কে। সিরিয়ালে তিনি রানীমার মেয়ে অর্থাৎ মাথুর বাবুর দ্বিতীয় স্ত্রী হয়েছিলেন ।
প্রসঙ্গত সিরিয়ালের শুরুর দিন থেকেই তিনি এই চরিত্রে অভিনয় করে করেছিলেন। তবে সিরিয়াল শেষের কিছুদিন আগে ব্যক্তিগত কারণে এই চরিত্রটি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রোশনি।তার কিছুদিন পরেই শেষ হয়ে যায় সিরিয়াল। উল্লেখ্য রাসমণি যেহেতু একটি ভক্তিমূলক সিরিয়াল ছিল আর প্রেক্ষাপট ছিল ইংরেজ রাজত্ব তাই সেই সময় শাড়িই ছিল মেয়েদের সাজ পোশাকে অন্যতম অঙ্গ। তাই সিরিয়ালের সেটে সবসময় শাড়িতেই দেখা যেত জগদম্বা অভিনেত্রী রোশনিকে।
রোশনি এখন স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘গোধূলি আলাপ’-এ খলনায়িকা রোহিণীর চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি গরম ‘তাড়াতে’ সিঙ্গাপুরের ছুটি উপভোগ করতে গিয়েছিলেন রোশনি। সঙ্গী ছিলেন তার স্বামী তূর্য আসলে। গত বছর তার সাথেই আইনি বিয়েটা সেরে ফেলেছিলেন অভিনেত্রী। কিন্তু এখনও পর্যন্ত তাদের সামাজিক বিয়ে হয়নি। তাই দেখতে গেলে এখনও আধা আইবুড়ো রয়েছেন অভিনেত্রী।

আর এই বিষয়টা চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী নিজেও। এমনিতে সব পোশাকেই দারুন মানায় রোশনিকে। তবে শাড়ি ছেড়ে সম্প্রতি যেভাবে তিনি নিজের ভোল বদলে ফেলেছেন তা দেখে রীতিমতো ঘাম ঝরতে শুরু করেছে নেটিজেনদের। বলতে গেলে তার রূপের জৌলুসে কার্যত আগুন লেগেছে সুইমিং পুলের জলে।
আসলে একদিন আগেই অর্থাৎ গতকালই গিয়েছে ‘ওয়ার্ল্ড বিকিনি ডে’। আর এদিন শাড়ি ছেড়ে ভোল বদলে একেবারে ‘বিকিনি বেব’ হয়েছিলেন ছোট পর্দার জগদম্বা অভিনেত্রী রোশনি। তার এই রূপ দেখে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। সকলেই তাঁর এই বিকিনি লুক (Bikini Look) দেখে ক্লিন বোল্ড হয়ে গিয়েছেন। কমেন্ট সেক্শনে একজন লিখেছেন সুইমিং পুলের উত্তাপ বাড়িয়ে দিয়েছেন রোশনি।