বলিউড (Bollywood) তারকাদের মতোই তাঁদের সন্তানের (Starkids) দিকেও অনুরাগীদের কড়া নজর থাকে। তাঁরা কোথায় পড়াশোনা করেছেন, কী নিয়ে পড়েছেন তা নিয়ে ভক্তদের চরম আগ্রহ রয়েছে। তবে আপনি কি জানেন, মুম্বইয়ে একটি দামি স্কুল রয়েছে, যেখানে প্রায় প্রত্যেক তারকা সন্তানই পড়াশোনা করেছেন। সেই তালিকায় নাম রয়েছে শাহরুখ খানের সন্তান আরিয়ান খান, সুহানা খান থেকে শুরু করে সইফ আলি খানের সন্তান সারা আলি খান, সারা আলি খানেরও। আজ জেনে নেওয়া যাক সেই স্কুলের পরিচয়।
বলিপাড়ার একাধিক জনপ্রিয় তারকার সন্তান এই মুহূর্তে নিজেদের পড়াশোনা শেষ করে অভিনয় দুনিয়ায় পা রাখার জন্য তৈরি হচ্ছেন। খুব শীঘ্রই বলিপাড়ার পা রাখবেন সুহানা খান, খুশি কাপুর, অগস্ত্য নন্দার মত তারকা সন্তানরা। তবে তাঁরা কোথায় পড়াশোনা করেছেন জানেন?
নিজেদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য বলিপাড়ার তারকারা উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়ে থাকেন। তবে স্কুল স্তরের শিক্ষা প্রায় প্রত্যেক তারকা সন্তানই একটি স্কুল থেকে নিয়েছেন। সেই স্কুলের নাম হল মুম্বইয়ের পূর্ব বান্দ্রায় অবস্থিত ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশানাল স্কুল (Dhirubhai Ambani International School)।
ইব্রাহিম আলি খান এবং সারা আলি খান (Ibrahim Ali Khan and Sara Ali Khan)- সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের দুই সন্তান এই স্কুলে পড়েছেন। সারা প্রথমে মুম্বইয়ের বেসন্ত মন্টেসরি স্কুলে পড়াশোনা করতেন। কিন্তু এরপর ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশানাল স্কুলে ভর্তি হন। এরপর নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেন। অপরদিকে ইব্রাহিম এই মুহূর্তে লন্ডনের একটি বোর্ডিং স্কুলে পড়ছেন। এরপর তাঁর ইচ্ছা, লস অ্যাঞ্জেলসে ফিল্ম স্কুলে ভর্তি হবেন।
আরিয়ান খান এবং সুহানা খান (Aryan Khan and Suhana Khan)- সইফের সন্তানদের মতোই ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশানাল স্কুল থেকে পড়াশোনা করেছেন আরিয়ান এবং সুহানাও। আরিয়ান এই স্কুল থেকে পাশ করে ব্রিটেনের সেভেনোয়াকস স্কুলে ভর্তি হন। এরপর লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে নিজের পড়াশোনা সম্পূর্ণ করে দেশে ফিরে এসেছেন আরিয়ান। অপরদিকে খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলা সুহানা এই স্কুল থেকেই পড়াশোনা করে লন্ডনের আর্ডিংলি কলেজে ভর্তি হয়েছেন।
জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর (Janhvi Kapoor and Khushi Kapoor)- শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী এবং খুশিও এই স্কুল থেকেই পড়াশোনা করেছেন। বলিউডের ‘চাঁদনি’র বড় মেয়ে জাহ্নবীর ছোট থেকেই কারুশিল্পের প্রতি বড্ড ঝোঁক। তিনি ছোটবেলায় ইকোলে মন্ডিয়ালে ওয়ার্ল্ড স্কুল পড়তেন। কিন্তু এরপর ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশানাল স্কুলে ভর্তি হন। সেখান থেকে পড়াশোনা সম্পূর্ণ করে আমেরিকার লি স্ট্রার্সবার্গ ইন্সটিটিউট থেকে নিজের স্নাতক স্তরের পড়াশোনা করেন জাহ্নবী। অপরদিকে খুশিও দিদির মতোই সেই স্কুলে পড়েছেন। সেখান থেকে পড়া সম্পূর্ণ করে নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে ভর্তি হন শীঘ্রই বলিউডে পা রাখতে চলা খুশি।
অনন্যা পাণ্ডে (Ananya Panday)- কর্ণ জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা। বাকি তারকা সন্তানদের মতো অনন্যাও ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশানাল স্কুল থেকে পড়েছেন। সেখান থেকে পাশ করে অনন্যা লস অ্যাঞ্জেলসে ইউএসসি অ্যানেবার্গ স্কুল থেকে স্নাতকোত্তর স্তরের পড়াশোনার জন্য আবেদন করেছিলেন। কিন্তু ছবির জন্য ব্যস্ত থাকায় সেখানে ভর্তি হওয়ার সুযোগ হারান নায়িকা। এরপর পরের বছরও একই কারণে সেখানে ভর্তি হতে পারেননি অনন্যা।