বাঙালি বিনোদনপ্রেমীদের পছন্দের সিরিয়ালের তালিকায় সর্বদাই প্রথমের দিকে থাকে মিঠাই (Mithai) সিরিয়াল। মিঠাই আর সিদ্ধার্থের জুটি যেন দর্শকদের মন কেড়ে নিয়েছে। কূট কাচালি আর ষড়যন্ত্রের ভিড়ে হাসি মজা আর মিষ্টি রোম্যান্সের সিরিয়াল মিঠাই। ৫০ বার টিআরপি তালিকায় ফার্স্ট হয়েছে মিঠাই, তবে ইদানিং জনপ্রিয়তা কিছুটা কমেছে। তাই এবার বড়সড় টুইস্ট আসতে চলেছে সিরিয়ালে!
দেখতে দেখতে বেশ অনেক দিনই হল বিয়ে হয়েছে মিঠাই সিদ্ধার্থর। শুরুতে যাকে সহ্যই করতে পারতো না উচ্ছেবাবু, আজ তাকেই চোখে হারায়। একেরপর এক ঘটনা তাকে বুঝিয়ে দিয়েছে যে মিঠাইয়ের মত মেয়ে হয় না। তাই তো প্রতি পর্বে যেন নতুন করে মিঠাইরানীর প্রেমে পড়তে দেখা যায় তাকে। তবে এবার প্রেমের পর্বে মিষ্টি পরিণতি মিলতে চলেছে। দীর্ঘদিন ধরেই দর্শকদের দাবি মোদক পরিবারে নতুন এক খুদে সদস্যের দরকার। (Mithai going to be mother)
হ্যাঁ একদম ঠিক ধরেছেন, সিড-মিঠাইয়ের সন্তানের কথাই বলেছে দর্শকেরা। যখন মিঠাই সিদ্ধার্থের ডিভোর্সের কথা চলছিল, তখনই উকিল জেঠু বলেছিলেন যে পুচকে সোনা এলেই দুজনের দ্বন্দ্ব মিটে যাবে। সেই থেকেই মিঠাইতে নতুন ছোট্ট অতিথির জন্য অপেক্ষায় দিন গুনছেন দর্শকেরা। তবে সত্যিই কি এমন টুইস্ট আসতে চলেছে? নাকি পুরোটাই গুজব? এই প্রশ্নের উত্তরে আপাতভাবে বলা যেতে পারে মিঠাইয়ের মা হওয়ার কোনো খবরই নেই। কারণ সিরিয়ালে টুইস্ট আসছে ঠিকই তবে সেটা একটু অন্যরকম।
মিঠাইতে বর্তমানে ছেলে ভার্সেস মেয়ে লড়াইয়ের ইতি পর্ব চলছে। সাথে চলছে রথযাত্রার সেলিব্রেশন। এদিকে সিদ্ধার্থর বাবার দাদাইয়ের বান্ধবী ললিতার মেয়ে অনুরাধার সাথে বেশ ভালো সম্পর্ক তৈরী হয়েছে। বাড়ির সকলেই চাইছে যে তাদের দুজনের বিয়ে দেওয়া হোক। শুরুর দিনেই বাড়ির বড়বাবু সমরেশ (Samaresh)অর্থাৎ নিজের বাবাকে তার সাথে কথা বলতে দেখে বড় অদ্ভুত লেগেছিল সিডি বয়ের। আর বিগত কয়েকদিন ধরেই সিরিয়ালের ট্র্যাক দেখে দর্শকদেরও মনে হচ্ছিল এই অনুরাধা (Anuradha) ম্যামের সাথেই আবার বিয়ে হতে পারে সমরেশ বাবুর। এবার সেই জল্পনাই সত্যি হতে চলেছে।
চ্যানেলের ফেসবুক পেজ থেকে কোনো ভিডিও শেয়ার না করা হলেও সিরিয়ালের ফ্যান পেজগুলির দেওয়ালে ছেয়ে গিয়েছে মিঠাইয়ের নতুন প্রমোর ছবি আর ভিডিও। যাতে দেখা যাচ্ছে উচ্ছেবাবু তার মিঠাইরানির হাত ধরে নিয়ে যেতে, যেতে বলছে তার ইচ্ছাটাই এবার পূরণ হতে চলেছে। মনোহরায় আবার বাজছে বিয়ের সানাই। এই বয়সে এসে সত্যি সত্যিই বিয়ে করছেন মিঠাইয়ের শশুর সমরেশ এবং অনুরাধা ম্যাম। এই খবর চাউর হতেই কার্যত শোরগোল পরে গিয়েছে মিঠাই ভক্তদের মধ্যে।