তাপসী পান্নু (Taapsee Pannu) মানেই বড় পর্দায় তিনি সাহসী নারী চরিত্র ফুটিয়ে তুলবেন, তা একপ্রকার জানা কথা। ‘পিঙ্ক’ হোক, ‘নাম শাবানা’ হোক বা হালফিলের ‘রশ্মি রকেট’- একাধিক মহিলাকেন্দ্রিক ছবিতে নজর কেড়েছেন বলি পাড়ার এই অভিনেত্রী। এবার সেই অভিনেত্রীই বলিউডের (Bollywood) কয়েকজন পরিচালককে একহাত নিলেন। পাশাপাশি বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে (Srijit Mukherjee) প্রশংসায় ভরিয়ে দিলেন।
সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় এই বিষয়ে মুখ খুলেছেন তাপসী। এই বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আপনি বিশ্বাস করবেন না, অনেক পরিচালক এমন রয়েছেন, যারা একটা বা দু’টো মহিলাকেন্দ্রিক ছবি করেছেন, কিন্তু যে মুহূর্তে তাঁদের তৃতীয় মহিলাকেন্দ্রিক ছবির প্রস্তাব দেওয়া হয়েছে, তাঁরা বলেছেন ‘না ইয়ার, আমি অনেক মহিলাকেন্দ্রিক ছবি করেছি। এবার আর করার নেই। আমার হিরোকেন্দ্রিক নায়ক চাই’। অবশ্যই ওনাদের কেরিয়ার, পছন্দও ওনাদেরই হবে। ওনাদের কাছে বেছে নেওয়ার অধিকার থাকা উচিত’।
শুধু তাই নয়, একটি বা দু’টি মহিলাকেন্দ্রিক ছবি করার পর পরিচালকরা কীভাবে পুরুষকেন্দ্রিক ছবি করার কথা বলেন, কিন্তু উল্টোটা যে বলিপাড়ায় হয় না, তাও তাপসী বলেছেন। অভিনেত্রীর কথায়, ‘… তবে ১০জন পুরুষের সঙ্গে ছবি করে নেওয়ার পরেও ১১তম পুরুষের সঙ্গে ছবি করতে কিন্তু পরিচালকদের সমস্যা হয় না। কিন্তু এই এক কারণে মহিলাদের সঙ্গে ছবি না করার কোনও মানে আছে বলে মনে হয় না’।
তবে একদিকে যেমন বলিউডের বেশ কয়েকজন পরিচালককে নাম না নিয়ে একহাত নিয়েছেন তাপসী, তেমনই আবার সৃজিত মুখোপাধ্যায়, অনুরাগ, কাশ্যপের মতো বেশ কয়েকজন পরিচালকের ভূয়সী প্রশংসাও করেছেন। অভিনেত্রী বলেন, ‘আমরা দল হিসেবে কাজ করি। মানসিকতা এক হওয়া উচিত, সেটা আমাদের এক। অনুরাগ হোক, অনুভব স্যার হোক বা সৃজিত হোক… ওনাদের সঙ্গে আমার মানসিকতা মেলে। আর সবচেয়ে জরুরী ওনারা মহিলাকেন্দ্রিক ছবি করতে ভয় পান না’।
তাপসীকে এরপর সৃজিত মুখার্জি পরিচালিত ‘সাবাশ মিঠু’ ছবিতে দেখা যাবে। ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের বায়োপিক এটি। আগামী ১৫ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।