• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিশ্বাবাসীকে চমক দিতে বড় ঘোষণা! স্বপ্নের প্রজেক্ট মহাভারত তৈরির কথা জানালেন রাজামৌলি

Updated on:

এস এস রাজামৌলি,SS Rajamouli,বাহুবলী,Bahubali,আর আর আর,RRR,মহাভারত,Mahabharat

দেশব্যাপী এখন দক্ষিণী সিনেমার রমরমা বাজার। আর সাউথের সিনেমার এই রাজকীয় উত্থানের অন্যতম প্রধান কান্ডারি হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক এস এস রাজামৌলি (SS Rajamouli)। ২০১৫ সালে রাজামৌলি পরিচালিত প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা ‘বাহুবলী'(Bahubali)-র হাত ধরে ঘুচে গিয়েছে আঞ্চলিক ভাষার ব্যাবধান। যার ফলে হিন্দি বলয়েও বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সাউথের সিনেমাগুলি।

এককথায় রাজামৌলির বাহুবলী থেকে যে যাত্রা শুরু হয়েছিল সম্প্রতি মুক্তি প্রাপ্ত আর আর আর (RRR) -এও সেই ধারা অব্যাহত। প্রসঙ্গত চলতি বছরে মুক্তিপ্রাপ্ত রাজামৌলি পরিচালিত, সিনেমা ‘আরআরআর’ বিশ্বব্যাপী ১১১৫ কোটি টাকার ব্যাবসা করেছে । এসবের মধ্যেই গতকাল অর্থাৎ রবিবার এক সাক্ষাৎকারে বড়সড় ঘোষণা করলেন পরিচালক রাজামৌলি।

এস এস রাজামৌলি,SS Rajamouli,বাহুবলী,Bahubali,আর আর আর,RRR,মহাভারত,Mahabharat

প্রসঙ্গত রাজামৌলি হলেন এমন একজন পরিচালক যিনি কোন সিনেমা মুক্তির আগে সেই সিনেমার জন্য ভীষণ ব্যাপক গবেষণা করে থাকেন। এছাড়াও তাঁর দেখা যায় ‘ভিএফএক্স’-এর মতো সব ভিন্ন ধরনের প্রযুক্তি। ইতিমধ্যে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে রীতিমতো বিপ্লব ঘটিয়েছিলেন রাজমৌলি। যার জেরে হিটমেশিন পরিচালকের খেতাবও পেয়েছিলেন তিনি।

এরইমধ্যে পরিচালক জানিয়েছেন তাঁর নতুন স্বপ্নের প্রজেক্টের সম্পর্কে। এবার রাজামৌলির হাত ধরে গোটা বিশ্ববাসী দেখতে চলেছেন ভারতের মহাকাব্যিক পৌরানিক গাথা ‘মহাভারত’ (Mahabharat)। এ প্রসঙ্গে একটি বড়সড় ঘোষণা করে রাজামৌলি জানিয়েছেন, দেশের গল্প, দেশের সংস্কৃতিকে তিনি বিশ্বের দরবারে তুলে ধরতে চান। সেইসাথে পরিচালক জানিয়েছেন এটা তাঁর বহু দিনের স্বপ্ন। তবে সেইসাথে তিনি জানিয়েছেন এই স্বপ্ন সত্যি হতে সময় লাগবে।

এস এস রাজামৌলি,SS Rajamouli,বাহুবলী,Bahubali,আর আর আর,RRR,মহাভারত,Mahabharat

আগেই বলেছি এটা  রাজা মৌলির স্বপ্নের প্রজেক্ট। তাই স্বভাবতই এই প্রজেক্ট পর্দায় ফুটিয়ে তুলতে একটু সময় তো লাগবেই। এরই মধ্যে জানা যাচ্ছে মহাভারতের গল্প কে বাস্তব রূপ দিতে এরইমধ্যে রাজামৌলি মিন্টের একটি খোলামেলা আলোচনায় বসেছিলেন। রাজামৌলী তাঁর এই স্বপ্নের প্রজেক্টের জন্য ব্যয় করতে চলেছেন  কোটি কোটি টাকা। মনে করা হচ্ছে এটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে চলেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥