বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এখন বিদেশিনী। মার্কিন মুলুকের বাসিন্দা তিনি। তবে প্রিয়াঙ্কা কিন্তু এখন নিজেকে শুধুমাত্র অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি। নিক জোনাসের পত্নী এখন এক রেস্তোরাঁর মালকিন। পাশাপাশি সম্প্রতি নিজস্ব হোমওয়্যার ব্র্যান্ডও লঞ্চ করেছেন তিনি। তবে সেই ব্র্যান্ডের জিনিসের দাম জানার পরই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। সেই দামের জন্যই চরম কটাক্ষেরও শিকার হতে হচ্ছে নায়িকাকে।
সম্প্রতি মনীশ কে গোয়ালের সহযোগিতায় ‘সোনা হোম’ (SONA Home) নামে একটি হোমওয়্যার ব্র্যান্ড লঞ্চ করেছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা। ভক্তদের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছিলেন তিনি। প্রিয়াঙ্কা ব্র্যান্ডে খাবার পরিবেশন করার জিনিসের পাশাপাশি টেবিল সাজানোর নানান সামগ্রীও পাওয়া যায়।
‘সোনা হোম’এ ডিজাইনার কাপ, প্লেট, বাটি পাওয়া যায়। পাশাপাশি টেবিলকে আরও সুন্দর করে সাজানোর জন্য টেবিল ক্লথ, বিভিন্ন আকারের রানার, মুখ মোছার ন্যাপকিন, কোস্টার-সহ একাধিক জিনিস পাওয়া যায়। তবে সেই সকল জিনিসের দাম জানার পরই মালকিন প্রিয়াঙ্কাকে নিয়ে সামাজিক মাধ্যমে চরম ঠাট্টা শুরু হয়েছে।
‘সোনা হোম’এর সকল সামগ্রীকে দু’ভাগে ভাগ করেছেন প্রিয়াঙ্কা। একটি হল, ‘সুলতান গার্ডেন’ এবং দ্বিতীয়টি হল ‘পান্না’। ‘সুলতান গার্ডেন’এ খাবার পরিবেশন করার সামগ্রী পাওয়া যায়। অপরদিকে ‘পান্না’র তালিকায় নাম রয়েছে সব রকমের কাপড় দিয়ে বানানো সামগ্রী যা টেবিলকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করে।
প্রিয়াঙ্কার ব্র্যান্ডের প্রত্যেকটি জিনিসে রয়েছে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। কোথাও রয়েছে তালগাছের চিহ্ন, তো কোথাও রয়েছে ফুল-পাতার নকশা। তবে বিদেশে গিয়ে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া রাখা জিনিস বিক্রি করার প্রিয়াঙ্কার প্রয়াসকে অনেকে সাধুবাদ জানালেও, সেইসব জিনিসের দাম দেখে চোখ কপালে উঠেছে অনেকের।
View this post on Instagram
‘সোনা হোম’এর চাটনি রাখার জিনিসের দাম ১৫ হাজার ৬৩২ টাকা। অপরদিকে আবার স্যালাড পরিবেশন করার প্লেটের দাম ৩ হাজার ৮০০ টাকা। নৈশভোজের সময় আবার যে বড় আকারের প্লেটে খাবার পরিবেশন করা হয় তার দাম আবার ৪ হাজার ৭৩৭ টাকা থেকে শুরু হয়ে ১৫ হাজার ৬৩২ টাকা। অপরদিকে টেবিল সাজানোর সামগ্রীর দাম ৩ হাজার ৭৮০ টাকা থেকে শুরু করে ৩১ হাজার ৪২২ টাকা।