• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লুকোচুরি শেষে চুটিয়ে চলছে প্রেম, ছবি প্রকাশ্যে আনার পর বিয়ে নিয়ে মুখ খুললেন সন্দীপ্তা

বাংলা বিনোদন জগতের সুন্দরী অভিনেত্রী হলেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)। ১৪ বছরের অভিনয় জীবনের শুরু থেকেই চর্চায় রয়েছেন এই মিষ্টি নায়িকা।ছোটপর্দার দুর্গা তিনি। ২০০৮ সালে ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দুর্গা’ দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন। প্রথম সিরিয়াল থেকেই বাংলার দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন সন্দীপ্তা।

তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রী কে। বর্তমানে ছোটো পর্দার গন্ডি ছাড়িয়ে বিনোদন জগতের আরও দুই জনপ্রিয় মাধ্যম সিনেমা এবং ওয়েব সিরিজে দাপিয়ে অভিনয় করছেন সন্দীপ্তা। সদ্য প্রেমে পড়েছেন অভিনেত্রী। নতুন মানুষ এসেছেন তাঁর জীবনে। সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সাথে ছবি দিয়ে সম্প্রতি সেকথা নিজের মুখেই জানিয়েছিলেন অভিনেত্রী।

   

Sandipta Sen,সন্দীপ্তা সেন,Soumya Mukherjee,সৌম্য মুখার্জী,Marriage Roumour,বিয়ের জল্পনা,Relationship,সম্পর্ক

সন্দীপ্তার প্রেমিকের নাম সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। তিনি একটি জনপ্রিয় OTT-প্লাটফর্মে কর্মরত। জানা যায় সম্প্রতি তিনি নাকি ‘দ্য একেন’ ছবির সৃজনশীল প্রযোজনার দায়িত্বে ছিলেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রেমিক সৌম্য সম্পর্কে অভিনেত্রী জানিয়েছেন ‘ ও ভীষণই সৎ একজন ছেলে। আমাদের চিন্তাভাবনা ভীষণভাবে মেলে।’

Sandipta Sen,সন্দীপ্তা সেন,Soumya Mukherjee,সৌম্য মুখার্জী,Marriage Roumour,বিয়ের জল্পনা,Relationship,সম্পর্ক

সন্দীপ্তার কথায় গত একমাস ধরে তিনি সৌম্যর সঙ্গে সম্পর্কে রয়েছেন। সৌম্যর তরফেই নাকি প্রথম প্রস্তাব এসেছিল। কিন্তু কীভাবে আলাপ হয়েছিল তাদের? এই প্রশ্নের উত্তরে সন্দীপ্তা জানান, তার এক বন্ধুর মিউজিক ভিডিয়োর লঞ্চিং ছিল। সেখানেই আলাপ হয়েছিল তাদের। সেই শুরু, যদিও তখনও তাদের প্রেম হয়নি। পরিচয় হওয়ার বেশ কয়েকমাস পর শুরু হয় তাদের সম্পর্ক।

Sandipta Sen,সন্দীপ্তা সেন,Soumya Mukherjee,সৌম্য মুখার্জী,Marriage Roumour,বিয়ের জল্পনা,Relationship,সম্পর্ক
সম্প্রতি এই প্রেমিকের সাথেই ফিলিপিন্স গিয়েছিলেন সন্দীপ্তা। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ারও করেছিলেন সিই ছবি। তবে প্রেমের গুঞ্জনের মধ্যেই প্রশ্ন উঠছে কবে বিয়ের (Marraige) পিঁড়িতে বসছেন অভিনেত্রী। সম্প্রতি এই প্রশ্নেরও উত্তর দিয়েছিলেন নায়িকা। বিয়ে নিয়ে সন্দীপ্তা বলেছেন ‘এই মুহূর্তে বিয়ের কোনও পরিকল্পনা নেই। তবে করলে অবশ্যই জানাব।’

site