বিনোদনের ডেডিডোজ মানেই মেগা সিরিয়াল। আর এই সিরিয়ালের সাথে দর্শকদের সম্পর্ক কিন্তু আজকের নয়। ইদানিং সিরিয়াল দেখা দর্শকদের রোজকারের অভ্যাসে পরিণত হয়েছে। এখন চাহিদা দর্শকমহলে বাড়তে থাকা সিরিয়ালের চাহিদার কথা মাথায় রেখেই সপ্তাহের পাঁচ দিন নয় সাত দিন ধরে চলতে থাকে বাংলা সিরিয়ালের দাপট।
তবে এখন সময়ের সাথে সাথেই বদলে গিয়েছে সিরিয়ালের বিষয়বস্তুও। তাই সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়া নয় বরং গুরুত্ব পাচ্ছে একেবারে ভিন্ন ধরণের গল্প আর চৰিত। সেইসাথে দিনে দিনে বাংলার গণ্ডি ছাড়িয়ে সারা দেশে বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। ইতিমধ্যেই বাংলার ‘মিঠাই’, ‘শ্রীময়ী’, ‘খড়কুটো’, ‘খুকুমণি হোম ডেলিভারি’ সহ একাধিক সিরিয়ালের হিন্দি রিমেক (Hindi Remake) হয়েছে।
এবার টেলিপাড়া সূত্রের খবর বাংলার জনপ্রিয় পরিচালক প্রযোজক রাজ চক্রবর্তী প্রযোজিত স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল গোধূলি আলাপের (Godhuli Alap) হিন্দি রিমেক তৈরি হচ্ছে খুব তাড়াতাড়ি। সেই হিন্দি সিরিয়াল দেখা যাবে স্টার ভারত চ্যানেলে। এই খবর চাউর হওয়ার পর থেকেই হিন্দি সিরিয়ালে কৌশিক সেনের অরিন্দম রায়ের চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
জানা যাচ্ছে নতুন হিন্দি রিমেকে নাম হতে চলেছে ‘না উমর কি সীমা হো’ (Na umar ki seema ho)। জানা যাচ্ছে এই হিন্দি সিরিয়ালে কৌশিক সেনের (Kaushik Sen) চরিত্রে দেখা যাবে হিন্দ টেলি জগতের জনপ্রিয় অভিনেতা ইকবাল খানকে (Iqbal Khan)। তবে এখনো পর্যন্ত জানা যায়নি এই সিরিয়ালে নোলকের চরিত্রে কে অভিনয় করবেন। নতুন এই সিরিয়ালটির প্রযোজনার দায়িত্বে থাকছেন অতুল কেতকার এবং মনোজ ডি পেলেওয়ার।
তবে এখনও পর্যন্ত এই সিরিয়ালের অন্যান্য চরিত্রদের পাশাশি জানা যায়নি সম্প্রচারের দিনক্ষণ। প্রসঙ্গত গোধূলি আলাপ সিরিয়ালের ভক্তদের জন্যএই হিন্দি সিরিয়ালের হিন্দি রিমেকের পাশাপাশি রয়েছে আরো একটি নতুন খবর। প্রসঙ্গত চলতি বছরের মার্চ মাসে শুরু হওয়া এই সিরিয়াল শুরুতে কটাক্ষের মুখে পড়লেও এখন দর্শকমহলে দারুন জনপ্রিয়তা রয়েছে এই সিরিয়ালের। আজই সম্পন্ন হয়েছে এই সিরিয়ালের ১০০ পর্ব (100 Episode)। তাই সিরিয়ালের সেটেই এদিন কেক কেটে ছবি তুলে সেলিব্রেট করলেন কলাকুশলীরা।