বাংলার সেরা সিরিয়ালের দৌড়ে গতবছর থেকেই প্রথমদিকে মিঠাই (Mithai)। টিআরপি তালিকায় (TRP List) ৫০ বার বাংলার সেরা সিরিয়াল হয়ে হাফ সেঞ্চুরি করেছে মিঠাই। তবে ইদানিং সময়টা মোটেও ভালো যাচ্ছে না। বেশকিছুদিন পর টিআরপি (Target Rating Point) তালিকায় সেরার শিরোপা ফিরে পেলেও আবারও হাতছাড়া প্রথমস্থান। অন্যদিকে এসপ্তাহের টিআরপি তালিকা দেখে চমকে গিয়েছেন দর্শকেরাও। গাঁটছড়া (Gatchora) নাকি ধূলোকণা (Dhulokona)? কে হল সেরা জানতে হল পড়তে থাকুন।
বিগত কয়েক সপ্তাহে প্রথমসারির বাংলা সিরিয়ালের মধ্যে যেন দড়ি টানাটানি চলছে। কখনো গাঁটছড়া, কখনো ধূলোকণা তো কখনো আলতা ফড়িং জব্বর টেক্কা দিচ্ছে একে অপরকে। তবে এবার লালন-ফুলঝুরির বিয়েতেই টুক্কা লাগল! টিআরপি তালিকায় সবাইকে টেক্কা দিয়ে প্রথম স্থানে ধূলোকণা। সেখানে অনেকটাই পিছিয়ে পড়ল মিঠাই, এবারে তৃতীয় স্থানে রয়েছে মিঠাই সিরিয়াল।
সম্প্রতি প্রকাশিত হয়েছে এসপ্তাহের বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা। আর তালিকায় ৮ পয়েন্ট পেয়ে প্রথমস্থানে রয়েছে ধূলোকণা সিরিয়াল। এরপর দ্বিতীয় স্থান দখল করেছে গাঁটছড়া, ঋদ্ধি-খড়ির জুটি এবারে ৯.৭ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে অনেকটাই পিছিয়ে গিয়েছে মিঠাই। এবারে ৭.৮ পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে মিঠাই সিরিয়াল। চলুন এবার দেখে নেওয়া যাক সেরা দশ সিরিয়ালের তালিকা।
টিআরপি এর নিরিখে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List)
ধূলোকণা – ৮.০ (প্রথম)
গাঁটছড়া – ৭.৯ (দ্বিতীয়)
মিঠাই – ৭.৮ (তৃতীয়)
আলতা ফড়িং – ৭.৭
গৌরী এল – ৭.৬
লক্ষী কাকিমা সুপারস্টার – ৭.৩
মন ফাগুন – ৭.০
অনুরাগের ছোঁয়া, উমা – ৬.৫
এই পথ যদি না শেষ হয় – ৬.৩
লালকুঠি – ৫.৫
উড়ন তুবড়ি – ৫.৩
গোধূলি আলাপ থেকে পিলু এই দুই সিরিয়াল নিয়ে একসময় বেশ চর্চা হলেও এদের ফল বেশ খারাপ। এসপ্তাহে গোধূলি আলাপ ৩.৭ ও পিলু ৪.৪ পয়েন্ট পেয়েছে। এছাড়া রিয়্যালিটি শোয়ের মধ্যে জি বাংলার দিদি নং ১ এসপ্তাহে ৫.৩ পয়েন্ট পেয়েছে। আর গানের রিয়্যালিটি শো সারেগামাপা এবারে ৬.৩ পৌয়েন্ট পেয়েছে। অন্যদিকে ষ্টার জলসার ইসমার্ট জোড়ি ৪.৪ পয়েন্ট পেয়েছে।