জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei poth jodi na sesh hoi)। দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। একেবারে বাস্তব জীবনের আঙ্গিকে মধ্যবিত্ত বাঙালি পরিবারের গল্প খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সিরিয়াল। তাই অল্পদিনের মধ্যেই দর্শকমহলে দারুণ জনপ্রিয় হয়েছে এই সিরিয়াল।
প্রসঙ্গত এই সিরিয়ালের শুরু থেকেই নায়ক-নায়িকা উর্মি সাত্যকি হয়ে উঠেছেন দর্শকদের একেবারে নয়নের মনি। তবে তারকাখচিত এই সিরিয়াল নায়ক নায়িকা ছাড়া দর্শকদের পছন্দের তালিকায় রয়েছেন আরও একাধিক চরিত্র। তাদের মধ্যে অন্যতম হলেন উর্মির খুড়তুতো দাদা অর্থাৎ দাদাভাই ভিকি (Vicky)। কিছুদিন আগেই সিরিয়ালে মুখ বদল হয়েছে এই চরিত্রের।
এই সিরিয়ালের নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন, প্রথম থেকে সিরিয়ালে এই ভিকি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অরিন্দ্য ব্যানার্জী (Arindya Banerjee)। একমাস আগে এই সিরিয়াল ছেড়ে দিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই মাঝপথে এই সিরিয়াল থেকে কেন তিনি সরে দাঁড়ালেন সেসময় তার কারণ জানা যায়নি।
প্রসঙ্গত ‘এই পথ যদি না শেষ হয়’ ছাড়াও শুরু থেকেই অরিন্দ্য অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘আয় তবে সহচরী’ (Aye Tobe Sochori)-তেও। এই সিরিয়ালে তার চরিত্রের নাম বুবাই। প্রসঙ্গত যে কোনো সিরিয়ালেই প্রথম থেকে একজন অভিনেতাকে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেলে সেই চরিত্রে আর অন্য কোনো অভিনেতাকে দেখতে পছন্দ করেন না দর্শক। অরিন্দ্য অভিনীত এই ভিকি চরিত্রের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সিরিয়ালে এখন তাঁর পরিবর্তে এই চরিত্রে দেখা যাচ্ছে রানী রাসমণি খ্যাত অভিনেতা বিশ্ববাসু বিশ্বাসকে।
কিন্তু আজও দর্শকরা এই ভিকি চরিত্রে অরিন্দ্যকে ভীষণ মিস করেন। সম্প্রতি দর্শকদের উদ্দেশ্যে একটি ভিডিওতে অভিনেতা নিজেই জানিয়েছেন তিনি নিজেও এই চরিত্র এবং এই পথ যদি না শেষ হয় সিরিয়ালকে ভীষণভাবে মিস করেন। সেইসাথে অভিনেতা জানিয়েছেন মাঝপথেই সিরিয়াল ছেড়ে দেওয়ার আসল কারণ। তার কথায় সব কিছুর মতোই বিনোদন জগতের ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু নিয়ম। সেই নিয়মের মধ্যেই পড়ে গিয়েছিলেন অভিনেতা নিজে।
আসলে প্রথম দিকে জি বাংলার পর্দায় এই পথ যদি না শেষ হয় সিলিয়ালের সম্প্রচার হতো রাট ১০তা থেকে। কিন্তু পরবর্তীতে তাএগিয়ে নিয়ে এসে সম্প্রচার করা হচ্ছে রাট ৯ টা থেকে। অন্যদিকে অরিন্দ্যর অন্য সিরিয়াল ‘আয় তবে সহচরী’ শুরু থেকেই সম্প্রচারিত হত রাত ৯ টায়। তাই অভিনেতার কাছে ফোন এসেছিল দুটো সিরিয়ালের মধ্যে যেকোন একটাকে বেছে নিতে হবে। সিদ্ধান্ত নেওয়া কঠিন হলেও শেষ পর্যন্ত অভিনেতা ‘আয় তবে সহচরী’ -কেই বেছে নিয়েছিলেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন যেহেতু প্রথম থেকেই এই সিরিয়ালটি ৯ টায় সম্প্রচারিত হতো, তাই এই সিরিয়ালেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ভিকি চরিত্রটি কে তিনি এখনও খুব মিস করেন বলে জানিয়েছেন।