বলিউড সেলিব্রিটিদের (Bollywood stars) আয়ের উৎস কি শুধুই অভিনয়? দর্শকদের মুখে প্রায়ই এই প্রশ্ন শোনা যায়। উত্তরটা হল, বলিউডের এমন বহু তারকা রয়েছেন, যারা অভিনয়ের পাশাপাশি ব্যবসাও করেন। একদিকে বক্স অফিসে যেমন তাঁরা সুপারহিট, তেমনই আবার সফল ব্যবসায়ীও। এক ঝলকে দেখে নেওয়া যাক, বলিপাড়ার পাঁচ সফল ব্যবসায়ী-তারকার নাম।
টুইঙ্কল খান্না (Twinkle Khanna)- অভিনেত্রী এবং সুপারস্টার অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কল খান্না একজন অত্যন্ত সফল ব্যবসায়ী। তিনি একজন ইন্টেরিয়র ডেকরেটর, প্রযোজক, আর একদিকে তিনি আবার লেখিকাও। টুইঙ্কলের ইন্টেরিয়র ডেকরেশন কোম্পানির নাম ‘দ্য হোয়াইট উইন্ডো’। অপরদিকে আবার জাতীয় পুরস্কার জয়ী সিনেমা ‘প্যাডম্যান’ প্রযোজনা করেছিল অক্ষয়-পত্নীর প্রোডাকশন হাউস গ্রেজিং গোট পিকচার্স।
ঋত্বিক রোশন (Hrithik Roshan)- শুধুমাত্র সুদর্শন অভিনেতাই নন, রাকেশ রোশনের পুত্র একজন অত্যন্ত সফল ব্যবসায়ীও। তাঁর HRX নামের একটি ফিটনেস ওয়্যার ব্র্যান্ডও রয়েছে। ২০১৩ সালে সিডদ শাহ, আফসর জাইদি এবং কমল পানওয়ানির সঙ্গে মিলে এই ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেছিলেন ঋত্বিক। ধীরে ধীরে অনুরাগীদের মধ্যে এই ব্র্যান্ডের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ফিটনেস সামগ্রী থেকে শুরু করে ব্যাগ, জুতো- বলি অভিনেতার ব্র্যান্ডের অনেক সামগ্রীই অনুরাগীদের প্রচণ্ড পছন্দের।
শিল্পা শেট্টি (Shilpa Shetty)- বলিপাড়ার এই সুপারস্টার অভিনেত্রী একজন সফল ব্যবসায়ী এবং লেখিকা। তিনি ডায়েটের ওপর একটি বইয়ের সহ-লেখিকা। পাশাপাশি ১৩টি ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও জড়িত তিনি। ফিটনেস থেকে শুরু করে খাবার হয়ে টেলিকম- বিভিন্ন ধরণের ব্র্যান্ডের সঙ্গে জড়িত শিল্পা। শুধু তাই নয়, বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী রিয়েল এস্টেট দুনিয়ারও পরিচিত নাম। এর সঙ্গেই স্পা, যোগা এবং গ্লাস কোম্পানিরও মালকিন রাজ কুন্দ্রার ঘরণী।
দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)- বলিউডের ‘মস্তানি’ও একজন সফল ব্যবসায়ী। তাঁর নিজের পোশাকের ওয়েবসাইট থেকে শুরু করে অনলাইন ডায়েরি- দীপিকা একাধিক ব্র্যান্ডের সঙ্গে জড়িত। পাশাপাশি তাঁর নিজস্ব পোশাকের ব্র্যান্ড এবং মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতনতার জন্য একটি সংস্থা রয়েছে। এগুলি ছাড়াও একাধিক প্রোজেক্টে বিনিয়োগ করে থাকেন দীপিকা।
শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)- বক্স অফিসে একের পর এক সুপারহিট ছবি উপহার দেওয়া শ্রদ্ধা কাপুর একাধিক ব্র্যান্ডের সঙ্গে জড়িত। শক্তি কাপুরের মেয়ে অত্যন্ত বুদ্ধিমতী ব্যবসায়ী। ভিন্ন ভিন্ন ধরণের চারটি সফল সংস্থায় মালিকানা রয়েছে শ্রদ্ধার। নামী সাজপোশাকের সংস্থা থেকে শুরু করে হেলথকেয়ার ব্র্যান্ড- একাধিক সফল সংস্থায় বিনিয়োগ করেছেন এই সুন্দরী অভিনেত্রী।