সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত্য পছন্দের একটি বিষয়। ইদানিং তো পছন্দের সিরিয়াল ছাড়া এক মুহূর্তও চলে না সিরিয়ালপ্রেমী দর্শকদের। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে দারুন জনপ্রিয় এমনই একজন টেলি অভিনেতা (Tv Actor) হলেন রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharjee)। কিছুদিন আগেই শেষ হয়েছে ছোটপর্দার এই দীপু অ্যাসিট্যান্টের সিরিয়াল ‘অপরাজিতা অপু’ (Aparajita Apu)।
তবে সিরিয়াল শেষ হলেও কিন্তু অভিনেতা ,অভিনেত্রীদের হাতে কাজের অভাব থাকে না। ইতিমধ্যেই এই সিরিয়ালের নায়িকা সুস্মিতা নতুন সিরিয়াল নিয়ে ফিরেছেন ছোট পর্দাতেই। ব্যস্ত রয়েছেন সিরিয়ালের অন্যান্য কলাকূশলীরাও। তাই ‘অপরাজিতা অপু’ শেষ হওয়ার পর রোহন ভক্তদের অনেকেরই প্রশ্ন তিনি আবার কবে ছোট পর্দায় ফিরবেন তিনি।
সম্প্রতি এপ্রসঙ্গেই আনন্দবাজারের সাথে এক সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন অভিনেতা। সেখানেই খুব তাড়াতাড়ি ওয়েব সিরিজে ডেবিউ করার কথা জানিয়েছিলেন অভিনেতা। তবে ছোটপর্দা নয় কেন ? এর উত্তরে অভিনেতা বলেছিলেন, ‘প্রায় সব বাঙালি সিরিয়ালের গল্প ঘুরে ফিরে সেই একই হয়ে যায়। যে কারণে নতুনত্ব কিছু করার সুযোগটাই থাকে না’। সেই তুলনায় ওয়েব সিরিজ বা সিনেমায় কাজ করলে অনেকটা সুযোগ পাওয়া যায়। তাই সিরিয়ালের জগৎ থেকে আপাতভাবে কিছুটা বিরতি নিচ্ছেন অভিনেতা।
এরপরেই রোহনের ছোট পর্দায় অভিনয় ছাড়া নিয়ে রীতিমতো শোরগোল পরে যায়। এদিন আবার এপ্রসঙ্গে আনন্দবাজারে মুখ খুলেছিলেন অভিনেতা। সেখানেই এদিন কিছুটা বিরক্তি প্রকাশ করেই অভিনেতা জানিয়েছেন তাঁর নিজের কোনো ধারণা নেই। কে বা কারা তাকে নিয়ে এমন অপপ্রচার চালাচ্ছেন, এসবের কিচ্ছু জানেন না তিনি।সেইসাথে এদিন রোহন সাফ জানিয়েছেন ‘যে মাধ্যম আমায় এত পরিচিতি দিল সেই মাধ্যম কখনও ছেড়ে যেতে পারি? পাশাপাশি অনুরাগীদের আশ্বস্ত করেও রোহন বলেছেন, ‘‘ছোট পর্দায় ফেরার জন্য মুখিয়ে আছি। মনের মতো চরিত্র পেলেই আবার আপনারা রোজ সন্ধেয় আমায় দেখতে পাবেন।’’
সেইসাথে এদিন জানা গেল রোহনের সাথে অতীতে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনার কথা। আসলে ২০০৭ সালে রোহনকে একবার ষ্টুডিও থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাই অভিনেতার অভিনয় ছাড়ার কথা প্রসঙ্গে অনেকে মনে করেছিলেন অভিনয় ছেড়ে এভাবেই বদলা নিয়েছেন রোহন। এপ্রসঙ্গেও এদিন মুখ খুলেছিলেন অভিনেতা। রোহন বলেছেন ‘এত পুরনো ঘটনা কেউ মনে রাখে? তার উপরে, যে স্টুডিয়ো আমায় তাড়িয়েছিল সেখানেই আমি আজ জনপ্রিয়।’