• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লাইটস,ক্যামেরা,অ্যাকশন থেকে বেরিয়ে মুখ ভার সংগীতের! দীর্ঘ ২ বছরের যাত্রা শেষ ‘যমুনা ঢাকি’র

Published on:

যমুনা ঢাকি,Jamuna Dhaki,শেষ পর্বের শুটিং,Last Day of Shooting,রুবেল দাস,Rubel Das,বোধিসত্ত্বের বোধবৃদ্ধি,Bodhiswatter Bodhbridhi

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। দর্শকদের কাছে দিনে দিনে বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। দর্শকদের এই চাহিদার কথা মাথায় রেখেই  বিনোদন মূলক চ্যানেল গুলোতে আনা হচ্ছে নিত্য নতুন সিরিয়াল। যার ফলে নতুন সিরিয়ালের কোপ গিয়ে পরছে পুরনো সিরিয়ালের উপর। এমনিতে কথাতেই আছে নতুনকে জায়গা দিতে পুরনোকে জায়গা ছাড়তে হয় হামেশাই। বাংলা সিরিয়ালের ক্ষেত্রেও একই কথা খাটে।

এতদিনে সবাই জেনে গিয়েছেন জি বাংলার পর্দায় আসছে নতুন সিরিয়াল ‘বোধিসত্ত্বের বোধবৃদ্ধি’ (Bodhiswatter Bodhbridhi)। এমনিতে বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল শেষ হতে চলেছে যমুনা ঢাকি। জল্পনাকে সত্যি কারে এবার সত্যিই শেষ হল যমুনা ঢাকির (Jamuna Dhaki) শুটিং। সম্প্রতি শেষ হয়েছে সিরিয়ালের  শেষ পর্বের শুটিং (Last Day of Shooting)। আর লাস্ট এপিসোডের শুটিং মানেই কান্নাকাটি আর মন খারাপের দিন।

যমুনা ঢাকি,Jamuna Dhaki,শেষ পর্বের শুটিং,Last Day of Shooting,রুবেল দাস,Rubel Das,বোধিসত্ত্বের বোধবৃদ্ধি,Bodhiswatter Bodhbridhi

যমুনা ঢাকি সিরিয়ালের টিমের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় মন খারাপ সকলের। প্রসঙ্গত আজ থেকে ২বছর আগে ২০২০ সালের ১৩ই জুলাই থেকে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল এই সিরিয়ালের সম্প্রচার। আর আগামী ১লা জুলাই টিভির পর্দায় শেষ বারের মতো সম্প্রচার হতে এই সিরিয়াল। তাই সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় মন খারাপ সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সমস্ত কলাকুশলীদের।

বিষাদের সুর সিরিয়ালের নায়ক সঙ্গীত অভিনেতা রুবেল দাসেরও (Rubel Das)। এদিন সিরিয়ালের শুটিং শেষে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ বার্তা লিখেছেন অভিনেতা। দীর্ঘ ২ বছর ধরে চলতে থাকা এই সিরিয়ালের সাথে জড়িয়ে রয়েছে অভিনেতার অসংখ্য স্মৃতি। তাই  সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় অভিনেতার মনের মধ্যে ঘোরাফেরা করছে সেই সব পুরনো কথা। সিরিয়ালের সেটের একটি ছবি দিয়ে অভিনেতা লিখেছেন ‘এই পরিবেশ টা এখন বড্ড অচেনা, থমথমে। লাইটস,ক্যামেরা,অ্যাকশন থেকে বেরিয়ে। চারিদিক টা যেনো নিস্তব্ধ।’

যমুনা ঢাকি,Jamuna Dhaki,শেষ পর্বের শুটিং,Last Day of Shooting,রুবেল দাস,Rubel Das,বোধিসত্ত্বের বোধবৃদ্ধি,Bodhiswatter Bodhbridhi

সেইসাথে অভিনেতার আরো সংযোজন ‘সকলের চিৎকার, প্রতিনিয়ত পেরেক ঠোকাঠুকি, সেট সাজানো, আবার সেট ভাঙ্গা, সিন নিয়ে আমাদের আলোচনা, হাসি ঠাট্টা, হই হুল্লড়, নাচ গান সব মিলিয়ে যেনো জীবন্ত ছিল এই যমুনা ঢাকির এই পরিবেশ। এখন মনে হচ্ছে সেই স্মৃতি গুলো সব বুকে নিয়ে একটু বিশ্রাম এ আছে, হয়তো বা কাঁদছে , আমাদের মিস করছে। আমিও খুব মিস করবো এই ফ্লোর । ৬৭৫এপিসোড এ যমুনা ঢাকির যাত্রা শেষ। ‘

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥