গান শুনতে ভালো বাসে না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তেমনি অরিজিৎ সিংয়ের গান (Arijit Singh Song) ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়ায় প্রায় অসম্ভব বলা যায়। সম্প্রতি লাইভ পারফর্মেন্স অরিজিৎ সিংয়ের ‘কেন পিছু ডাকো, পিছু ডাকো, বারে বারে’ (Keno Pichu Dako Bare Bare) গানটি সুপার ভাইরাল হয়ে পড়েছে। নিজের জাদুভরা কণ্ঠে প্রতিবারের মত কোটি কোটি শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছেন গায়ক। তবে এবার বাংলার বুকে আরও এক গায়কের খোঁজ মিলেছে। সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হওয়া এই গায়ককে দ্বিতীয় অরিজিৎ সিং পর্যন্ত বলছেন অনেকেই।
হালকা গুনগুন করতে তো সকলেই ভালোবাসে, তবে কিছু জনের মধ্যে দুর্দান্ত গানের প্রতিভা থাকে। সম্প্রতি এমনই একজন প্রতিভাবান গায়কের খোঁজ মিলেছে সোশ্যাল মিডিয়াতে। আকাশ কুমার দাস (Akash Kumar Das) নামের এই গায়ক অরিজিৎ সিংকেই নিজের ‘গুরুদেব’ সম্মোধন করেন। আর সম্প্রতি ভাইরাল হওয়া অরিজিৎ সিংয়ের ‘কেন পিছু ডাকো, পিছু ডাকো, বারে বারে’ গানটিকে গেয়ে তাঁর ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে।
নিমেষের মধ্যেই আকাশের গাওয়া সেই গান ভাইরাল হয়ে পড়েছে সর্বত্র। ভিডিওতে দেখা যাচ্ছে শুরুতেই সে বলেছেন ‘গুরুদব অরিজিৎ সিং এর এই গানটা শোনার পর শিহরিত, কত সাবলীলভাবে গান গাইলেন। তাই আমিও একটু চেষ্টা করলাম।’ ইতিমধ্যেই লক্ষ লক্ষ ভিউ হয়ে গিয়েছে তাঁর গানের ভিডিওতে। অরিজিৎ সিংয়ের গান গেয়েই একপ্রকার রাতারাতি সেলিব্রিটি হয়ে গিয়েছে আকাশ।
যেমনটা জানা যাচ্ছে, মেদিনীপুরের বাসিন্দা আকাশ। পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের বহুলাশীনীতে বাড়ি তাঁর। পেশায় তিনি একজন পোস্টমাস্টার। বিগত দু বছর যাবৎ মেদিনীপুরের হরিহরপুরের ডাকঘরে কর্মরত তিনি। তবে পেশা যাক হোক গানের প্রতি ভালোবাসা রয়েছে ছোট থেকেই। কাকার হাত ধরেই নাকি গানের শিক্ষা পেয়েছিলেন তিনি। এরপর ধীরে ধীরে গানে দক্ষ হয়ে উঠেছেন। আকাশের স্বপ্ন অরিজিৎ সিংয়ের সাথে দেখা করে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করা।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়াতে খুব বেশি সক্রিয় নন আকাশ। নিজের কাজ পরিবারের সাথে সময় কাটানো আর গানের চর্চা নিয়েই ব্যস্ত থাকেন তিনি। তবে সোশাল মিডিয়ার যে ক্ষমতা রয়েছে তাতে যে কেউ রাতারাতি সেলিব্রিটি হয়ে যেতেই পারে। এর উদাহরণ আগেও বহুবার মিলেছে। এক্ষেত্রেও হয়তো তেমনটাই হবে। কারণ ইতিমধ্যেই লক্ষ লক্ষ দর্শক ও শ্রোতারা তাঁর গান শুনে মুগ্ধ হয়েছে ও ভূয়সী প্রশংসা করেছেন। অনেকেই তাকে দ্বিতীয় অরিজিৎ সিং হিসাবেও মন্তব্য করেছেন।