টলিউড (Tollywood) বা বলিউডের তাবড়-তাবড় অভিনেত্রীদের থেকেও মনামী ঘোষের (Monami Ghosh) জনপ্রিয়তা অনেকাংশে বেশি। এক মিলিয়ন ফলোয়ার্স তার। ইউটিউবেও তার নিজস্ব চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় ৭ লক্ষের কাছাকাছি। গত দু-দশকে বাংলা বিনোদনের জগতে আমূল পরিবর্তন এসেছে। বদলায়নি শুধু টলিউড অভিনেত্রী মনামী ঘোষের বয়স! রূপে-আবেদনে টলিমহলের যেকোনো অষ্টাদশীকে দশ গোল দিতে সক্ষম এই নায়িকা।
কিছুদিন আগেই রিলিজ হয়েছে শিবপ্রসাদ প্রসাদ মুখার্জী পরিচালিত ‘বেলাশুরু’ ছবিটি। ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্যর তারকাদের সাথে একসাথে অভিনয় করেছেন মনামি ঘোষ। ছবি রিলিজের আগে ‘টাপা টিনি’ গানে মনামীর নাচ রীতিমত ঝড় তুলেছিল নেটপাড়ায়।
ছবির প্রচারের জন্য এয়ারপোর্টে বিমান সেবিকার সাথে ‘টাপা টিনি’ গানে নেচে সেই ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেই ভিডিও হু হু করে ভাইরাল হয়ে পরে। ভিডিওতে ৩৭ বছরেই মনামীকে দেখে তাঁর বয়স আন্দাজ করা একপ্রকার অসম্ভব। তবে এবার অভিনয় থেকে নাচের পাশাপাশি আরও একটি নতুন সিরিয়ার শুরু করতে চলেছেন তিনি।
লকডাউনে যখন সবাই ঘরবন্দি হয়েছিল সেই সময় নিজের ইউটিউব চ্যানেল খোলেন মনামী। বর্তমানে সেখানে লক্ষাধিক অনুগামী রয়েছে। সেখানে কখনো কবিতা বলে তো কখনো গান করে, নাচের ভিডিও তো কখনো নিজের দৈনন্দিন রুটিন তুলে ধরেছিলেন অভিনেত্রী। আর এবার সকলকে আবারো চমকে দিতে হাজির মাল্টি ট্যালেন্টেড মনামী।
নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির অভিনেত্রী। মনামীর নতুন মিউজিক ভিডিওর নাম ”ভিটামিন এম’। এমন মানে যেমন মনামী তেমনি মিউজিকও বটে। সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিনেত্রীকে নতুন মিউজিক অ্যালবাম নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বিদেশী রক সংস্কৃতি থেকে অনুপ্রেরণা নিয়েই এই চিন্তাভাবনা। তবে গান গাওয়া নয় বরং সিঙ্গেলস করার ইচ্ছাই ছিল।
এর আগে নাকি এমন অফারও এসেছিল। তবে সেই সময় কথাবার্তা ফাইনাল হয়নি, এবারে সমস্ত কিছু ঠিক হতেই হয়ে গেল মিউজিক ভিডিও। যেমন নাচ তেমনি গান সব মিলিয়ে জমজমাট একটা পারফর্মেন্স। এখন অপেক্ষা দর্শকদের প্রতিক্রিয়ার।