• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ও সত্যিটা মিষ্টি করে বললেও, আমি বলি নিম পাতা মাখিয়ে’! মানসির সাথে ছবি দিয়ে বললেন অপরাজিতা

Published on:

মানসি সিনহা,Manosi Sinha,অপরাজিতা আঢ্য,Aprajita Adya,নতুন সিনেমা,New Cinema,পরিচালনা,Directon,Eta amader golpo,এটা আমাদের গল্প

আমাদের বাংলা বিনোদন জগতে এমন অভিনেতা-অভিনেত্রীর সংখ্যা খুবই কমই রয়েছে,যারা ছোট পর্দার পাশাপাশি দাপিয়ে কাজ করছেন বড় পর্দাতেও। উভয় দিকেই ব্যালেন্স করছেন খুব সুন্দর ভাবে। বাংলা ইন্ডাস্ট্রির এমনই দুই জনপ্রিয় তথা প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে অন্যতম দুজন হলেন মানসি সিনহা (Manosi Sinha) এবং অপরাজিতা আঢ্য (Aprajita Adya)।

এমনিতে বিনোদন জগত সম্পর্কে অনেক মানুষের মধ্যেই রয়েছে নানা ধরনের প্রচলিত মিথ। বলিউডের পাশাপাশি  টলিউড ইন্ডাস্ট্রিতেওঁ  এমন এক ধরণের অত্যন্ত্য পরিচিত ধারণা হল বিনোদন জগত এসে কেউ কারো বন্ধু হয় না বিশেষ করে মেয়েরা নাকি নিজেদের আখের গোছাতে এবং অল্প সময়ের মধ্যে দ্রুতসাফল্য পেতে সবসময় ওপর একজন  অভিনেত্রীকে টেনে নীচে নামানোর চেষ্টায় থাকেন।

মানসি সিনহা,Manosi Sinha,অপরাজিতা আঢ্য,Aprajita Adya,নতুন সিনেমা,New Cinema,পরিচালনা,Directon,Eta amader golpo,এটা আমাদের গল্প

আর এইখানেই আলাদা বাংলার দুই জনপ্রিয় অভিনেত্রী  অপরাজিতা আর মানসি। ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছেন অভিনেত্রী মানসি সিনহা এবার হাত-পাকাচ্ছেন পরিচালনায়। বয়সে প্রবীণএই অভিনেত্রীর অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে কিছু বলার তো নেই-ই,এখন দেখার প্রথম পরিচালনাতেই দর্শকদের তিনি ঠিক কতটা খুশি করতে পারেন।

মানসি সিনহা,Manosi Sinha,অপরাজিতা আঢ্য,Aprajita Adya,নতুন সিনেমা,New Cinema,পরিচালনা,Directon,Eta amader golpo,এটা আমাদের গল্প

তবে প্রিয় অভিনেত্রী প্রথম পরিচালিত প্রথম সিনেমা দেখার অপেক্ষায় কিন্তু মুখিয়ে রয়েছেন দর্শকরা।জানা যাচ্ছে মানসি পরিচালিত এই সিনেমার নাম ‘এটা আমাদের গল্প’।  ইতিমধ্যেই শুভকামনা জানিয়েছেন অভিনেত্রীর অসংখ্য অনুরাগী। এরই মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই অভিনেত্রীর সাথে একটি মিষ্টি ছবি শেয়ার করে সুন্দর একটি বার্তা দিয়ে প্রিয় বান্ধবীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন পর্দার লক্ষ্মী কাকিমা অর্থাৎ অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

মানসি সিনহা,Manosi Sinha,অপরাজিতা আঢ্য,Aprajita Adya,নতুন সিনেমা,New Cinema,পরিচালনা,Directon,Eta amader golpo,এটা আমাদের গল্প

এদিন সোশ্যাল মিডিয়ার পাতায় প্রিয় বান্ধবীর একরাশ প্রশংসা করে তাকে আগামী দিনের শুভেচ্ছা জানিয়েছেন  অপরাজিতা। সেইসাথে অভিনেত্রী জানিয়েছেন মানসী অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আর তাদের মধ্যে সবচেয়ে বড় মিল হলো তারা দুজনেই সত্যি কথা বলতে ভালবাসেন। তবে মানসী যেমন মিষ্টি করে সত্যি কথা বলেন অপরাজিতা তা পারেন না তিনি বরং একটু নিমপাতা মাখিয়ে সত্যি বলে থাকেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥