বাঙালি দর্শকদের বিনোদনে বাংলা সিরিয়ালের (Bengali Serial) বিশেষ ভূমিকা রয়েছে। একাধিক সিরিয়াল রয়েছে যেগুলো বছরের পর বছর জনপ্রিয় রয়ে গিয়েছে। সিরিয়াল শেষ হয়ে গেলেও সিরিয়ালের তারকাদের আজও মনে রেখেছেন দর্শকেরা। এমনই একজন অভিনেত্রী হলেন বিজয়লক্ষী চট্টোপাধ্যায় (Bijaylakshmi Chatterjee)। একসময়ের জনপ্রিয় ‘রানু পেল লটারি’ (Ranu Pelo Lottery) সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি।
তবে শুধু ‘রানু পেল লটারি’ নয় এর আগে ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ সিরিয়ালের জেরেও ব্যাপক জনপ্রিয়তা পেছিলেন অভিনেত্রী। সিরিয়ালে পরাণ বন্দ্যোপাধ্যায় থেকে শাশ্বত চট্টোপাধ্যায়, মনু মুখার্জীর সাথে কাজ করেছেন বিজয়লক্ষী। এছাড়া ‘দ্বিরাগমন’ দেখা গিয়েছিল তাকে।
তবে ‘রানু পেল লটারি’ সিরিয়াল শেষ হওয়ার পর আর সেভাবে কোনো সিরিয়ালে দেখা জায়নজি অভিনেত্রীকে। তাই দর্শকেরাও বহুদিন ধরেই মিস করছিলেন তাকে। তবে সম্প্রতি আবারও পর্দায় ফিরেছেন অভিনেত্রী। জি বাংলাতেই আবারও দেখা মিলেছে অভিনেত্রীর।
তবে কি নতুন কোনো সিরিয়ালের মাধ্যমে পর্দায় ফিরছেন তিনি? নাকি কোনো সিরিয়ালে নতুন চরিত্রে দেখা যাবে তাকে? এই প্রশ্ন সকলের মনেই জাগছে নিশ্চই। তাহলে বলি, নতুন কোনো সিরিয়ালে নয় বরং জি বাংলার রান্নাঘর (Zee Bangla Rannaghor) অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী বিজয়লক্ষী চট্টোপাধ্যায়।
সুদীপা চ্যাটার্জীর (Sudipa Chatterjee) রান্নাঘর অনুষ্ঠানের ‘তারকা স্পেশাল’ পর্বের জন্য অভিনেত্রীকে ডেকে আনা হয়েছে। রান্নাঘরে নিজের হাতে রান্না করতে দেখা যাবে তাকে। আর অর্থাৎ ১৭ই জুনই দেখা যাবে এই পর্ব।
সোশ্যাল মিডিয়াতে মোটামুটি সক্রিয় অভিনেত্রীর। সাড়ে ৩০ হাজারেরও বেশি অনুগামী রয়েছে তাঁর। মাঝে মধ্যেই তাদের সাথে নানান ছবি ভাগ করে নেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে রান্নাঘরে আসার ও সুদীপার সাথে কাটানো সময়ের বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন বিজয়লক্ষী।
View this post on Instagram
বেশ কিছু ছবি শেয়ার করে অভিনেত্রী এদিন ক্যাপশনে লিখেছেন, ‘আমাকে আজ দেখতে পাবেন জি বাংলার রান্নাঘরের ‘তারকা স্পেশাল’ পর্বে।’ ছবিগুলি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে। দর্শকেরাও পছন্দের অভিনেত্রীকে রান্নাঘরে দেখতে পেয়ে দারুণ খুশি হয়েছেন।