বাংলা ছবি নিয়ে বিগত কয়েকমাস যাবৎ বেশ আলোচনা সমালোচনা চলেছে। বেশ কিছু ভালো ছবিও উপহার পেয়েছে দর্শকেরা। কিন্তু সম্প্রতি রিলিজ হওয়া ‘চিনেবাদাম’ (Chinebadam) একপ্রকার কেশুরুর দিনেই ফ্লপ হয়ে দাঁড়াল! ছবি রিলিজের আগেই নায়ক যশ দাসগুপ্ত (Yash Dastupta) নিজেকে সরিয়ে নিয়েছিলেন ছবির থেকে। রিলিজের দিন পাঁচেক আগে টুইট করে তিনি জানান, ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য ছবি থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। আর এবার ছবি রিলিজের পর মুখ থুবড়ে পড়ল বাংলার বক্স অফিসে।
যশ ছেড়ে যাওয়ার পর তাকে নিয়ে তুমুল সমালোচনা ঝড় উঠেছিল। শুরু হয়েছিল বিতর্ক, তবে ছবির রিলিজের তারিখ পাল্টানো হয়নি। ১০ই জুনই রিলিজ হয়েছে চীনাবাদাম। মূল নায়ক সরে যাওয়ায় বাংলার ইউটিউবার স্যান্ডি সাহা ও ছবির নায়িকা এনা সাহা (Ena Saha) মিলে ছবির প্রচার করেছিল। কিন্তু তাতে খুব একটা কাজ হয়েছে বলে মনে হল না ছবি রিলিজের পর প্রথমদিনের বক্স অফিস কালেকশন দেখে।
বর্তমানে একাধিক ভালো ভালো বাংলা ছবি চলছে সিনেমাহল গুলিতে, তাদের সাথে টেক্কা দিয়ে উঠে পারল না যশ ও এনা অভিনীত চিনেবাদাম। যেমনটা জানা যাচ্ছে প্রথমদিনে ৮৫টার মত শো পেয়েছিল ছবিটি। কিউটু হাউসফুল তো নয়ই বরং ৫% যিকির বিক্রি হয়েছে বলে জানা যাচ্ছে। আর প্রথমদিনের আয়ের হিসাব বলতে ১ লক্ষ টাকার ব্যবসাও করতে পারেনি চিনেবাদাম।
ছবি মুক্তির আগেই যশের ছেড়ে চলে যাওয়া নিয়ে নেটপাড়ায় তুমুল আলোচনা শুরু হয়েছিল। ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক (Shiladitya Moulik) নিজেও ক্ষোভ প্রকাশ করেছিলেন যশের সিদ্ধান্ত নিয়ে। জানিয়েছিলেন টাইটেল ট্র্যাকে ‘কালো ছেলে’ দেখেই ভ্রু কুঁচকেছিলেন নায়ক। যদিও পরিচালকের এই দাবি ‘মিথ্যে’ বলেই জানান যশ। এমনকি শেষ পর্যন্ত তার নামে মিথ্যে অভিযোগ আনার জন্য আইনি পথেও হাঁটতে চলেছেন অভিনেতা সেটা স্পষ্টই জানিয়েছেন।
কিন্তু কথা হল আর পাঁচটা বাংলা ছবির ভিড়ে নিজের জায়গা তৈরী করতে পারল না ‘চিনেবাদাম’। কিছুদিন আগে রাজ চক্রবর্তীর ‘হাবজি গাবজি’ ও সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক্স=প্রেম’ ছবি মুক্তি পেয়েছে। এই দুই ছবি দিব্যি ভালো ব্যবসা করেছে বাংলা বক্স অফিসে। অথচ চিনেবাদাম ছবির প্রথমদিনে ১ লক্ষ টাকা আয়ও হল না। যার জেরে চিন্তা বেড়ে গিয়েছে পরিচালক শিলাদিত্য মৌলিকের।