সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ট্রোলিংয়ের (Trolling)মুখে পড়া এখন সেলিব্রিটিদের কাছে এখন একপ্রকার জলভাতে পরিণত হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে দেখে মনে হয় নিন্দুকরা বোধ হয় সর্বক্ষণ ওত পেতে বসে থাকে সেলিব্রেটিরা কখন সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু পোস্ট করবেন আর তারা সেই বিষয়টা নিয়ে তারা রসালো সব মন্ত্যব্য করে ট্রোল করবেন। এই ধরনের ঘটনার ক্ষেত্রে কোনো কোনো সেলিব্রেটি সপাটে জবাব দিয়ে নেটিজেনদের মুখ বন্ধ করে দেন, তো অনেক সময় কেউ কোনো উত্তর না দিয়ে জাস্ট ইগনোর করে যান।
সোশ্যাল মিডিয়ায় বারবার এমন নেটিজেনদের ট্রোলের মুখে পড়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। ব্যক্তিগত জীবন থেকে অভিনয় নানা বিতর্কিত বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে একাধিক বার শিরোনামে এসেছেন অভিনেত্রী। বিশেষ করে শ্রাবন্তীর প্রেম থেকে বিয়ে ট্রোলারদের কাছে অন্যতম হট টপিক। ইতিপূর্বে অভিনেত্রী তিন জন পুরুষের সাথে বিয়ের পাশাপাশি একজন যুবকের সাথে সম্পর্ক তৈরির খবর জানা গিয়েছে।
এসবের মধ্যেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাংলাদেশের (Bangladesh)এক কলেজ পড়ুয়া যুবকের সাথে শ্রাবন্তীর ব্যাংকক ঘুরতে যাওয়ার খবর। আর তাতেই নেটিজেনদের একটা বড় অংশ না জেনে বুঝেই নানারকম কুরুচিকর মন্তব্য করতে শুরু করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর উদ্দেশ্যে। কিন্তু বিষয়টি একেবারে অন্য। আসলে শ্রাবন্তী একটি বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন। সেই সিনেমার নায়ক শান্ত খানই (Shanto Khan) হলেন ওই কলেজ পড়ুয়া যুবক।
শ্রাবন্তী এবং শান্ত অভিনীত সিনেমার নাম ‘বিক্ষোভ’ (Bikhov)। আজ অর্থাৎ ১০জুন মুক্তি পেয়েছে বাংলাদেশের এই সিনেমা।জানা যাচ্ছে এই সিনেমার শুটিং বাংলাদেশের ঢাকাতে হলেও দুটি গানের শ্যুট করতে ব্যাংকক যেতে হয়েছিল নায়িকাকে। প্রসঙ্গত এই নিয়েশ্রাবন্তী বাংলাদেশের দুটি সিনেমায় অভিনয় করলেন।
এই সিনেমাতে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী এবং অভিনেতা শান্ত খান ছাড়াওএকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন এপার বাংলার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত। এছাড়াও অন্যান্য সব চরিত্রে দেখা যাবে রাহুল দেব, শুভশ্রী কর,সাদেক বাচ্চু,এবং সাবেরী আলমেরে মতো অভিনেতাদের।যদিও নেটিজেনদের অনেকেই পাশে দাঁড়িয়েছেন শ্রাবন্তীর।