সম্প্রতি পয়গম্বর হজরত মহম্মদ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপূর শর্মাকে নিয়ে নিন্দার ঝড় উঠেছে। তাঁর বিরুদ্ধে মুসলিম দেশগুলি তীব্র ক্ষোভও প্রকাশ করেছেন। এবার এসবের মাঝেই বলিউডের অভিনেতা নাসিরুদ্দিন শাহও (Naseeruddin Shah) নিজের মন্তব্য রেখেছেন সোশ্যাল মিডিয়াতে। আর নিজের মন্তব্যে নুপুর শর্মার মন্তব্যের পিছনে উপর মহল বা সরকারের মদত আছে, এমনি বিস্ফোরক দাবি জানিয়েছেন।
অভিনেতা নিজে এই বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি করেন। সাথে বলেই প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলে তবেই এই ঘৃণা ছড়ানোর ঘটনা বন্ধ হবে। তাঁর মতে, ‘আমি আশা করব প্রধানমন্ত্রী যে সমস্ত বিদ্বেষীদের টুইটার ফল করেন তাদের চুপ করানোর জন্য তাকেই কিছু ব্যবস্থা নিতে হবে। কারণ তাঁর কথাতেই কাজ হয়ে যাবে।
নাসিরুদ্দিন শাহের মতে, এদেশে শান্তি প্রচারের কথা বললে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। আর কেউ যখন গণহত্যার কথা বলে তখন তাকে শাস্তির নামমাত্র সাজা দিয়েই ছেড়ে দেওয়া হয়। তাই এই ধরণের ঘটনা যদি আবারও অদূর ভবিষ্যতে দেখা যায়, তাহলে খুব একটা অবাক হওয়ার কিছু হবে না।
এদিন নিজের বক্তব্যের পাশাপাশি চর্চিত ‘কাশ্মীর ফাইলস’ ছবিকেও কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, ছবিটি যেটা দেখানো হয়েছে সেটা সত্য ঘটনা নয়। কাশ্মীরি হিন্দীদের ওপর অত্যাচারের যে কাহিনী তুলে ধরা হয়েছে ছবিতে সেটি ‘কাল্পনিক’। আর সেটাকে দেশের সরকার প্রচার পর্যন্ত করেছে।
I agree with this.
You are indeed abused and penalised for talking about Kashmiri Hindu Genocide in your own country. pic.twitter.com/sU4lePOfe0— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) June 8, 2022
‘কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে অভিনেতার এমন মন্তব্যের পর সরব হয়েছে ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। অভিনেতার মন্তব্যের পাল্টা জবাযে তিনি টুইট করেন, ‘হ্যাঁ আমি এই কথার সাথে একেবারে সহমত। কারণ নিজের দেশে কাশ্মীরি হিন্দুদের গণহত্যার কথা বলে অপব্যবহার ও শাস্তি পেতে হয়’।
অবশ্য এখানেই শেষ হয়নি নাসিরুদ্দিন শাহের কটাক্ষের। কাশ্মীর ফাইলসের পর শাহরুখ পুত্র আরিয়ান খানকে নিয়েও মন্তব্য করেন। আরিয়ানকে মাদককাণ্ডে ‘ফাঁসানো’ নিয়ে তিন বলেন, শাহরুখ খান খুব ভালোভাবেই একজন বাবার দায়িত্ব পালন করেছেন ও সন্তানকে বাঁচিয়েছেন। কিন্তু তাকে একটি বিশেষ দলের সমর্থন ও প্রশংসার জন্যই নাকি এই ফল ভুগতে হয়েছে।