মুখে যে যাই বলুক প্রতিদিন অবসর সময়ে সিরিয়াল দেখতে কিন্তু সবাই ভালোবাসেন। ইদানীং দর্শকদের পছন্দের অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক হল ধূলোকণা (Dhulokona)। টি আর পি লিস্টে অবিশ্বাস্য রেজাল্ট করার পর থেকেই দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই সিরিয়াল। ধারিবাহিকের নায়ক-নায়িকা লালন (Lalon) – ফুলঝুরি (Phuljhuri) এখন দর্শকদের নয়নের মণি।
লীনা গাঙ্গুলীর লেখা জনপ্রিয় এই সিরিয়ালের নায়ক লালনের চরিত্রে অভিনয় করছেন বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা ইন্দ্রাশীষ রায় (Indrashish Roy) আর নায়িকা ফুলঝুড়ির চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী মানালি দে (Manali Dey)-কে। এই সিরিয়ালের নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন ঝগড়া দিয়ে শুরু হলেও পরবর্তীতে একে অপরকে চোখে হারাতে শুরু করে লালন ফুলঝুড়ি।

সেই থেকেই দর্শকদের বহুদিনের ইচ্ছা বিয়ে হবে লালন ফুলঝুরির। কিন্তু কোথায় কি! বারবার দর্শকদের সেই আশায় জল ঢেলে দর্শকদের চক্ষুশূল হয়ে উঠেছে ফুলঝুড়ি। তাই ফুলঝুড়ির একঘেয়ে ন্যাকামি দেখতে দেখতে একেবারে বিরক্ত হয়ে পড়েছেন নেটিজেনরা। তবে লালনের সাথে বিয়ে ভেঙে যাওয়ার পর থেকেই ইদানীং জীবনটাই বদলে গিয়েছে ফুলঝুরির।

গান গেয়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টায় রয়েছে সে। কিছুদিন আগেই যে লোকের বাড়ি বাসন মেজে পেট চলত যে ফুলঝুরির, এখন গান গেয়ে চারদিকে বিরাট নামডাক তার। এরইমধ্যে বিয়ের ঠিক হয়েছে ফুলঝুরির। পাত্র অঙ্কুরের (Ankur) চরিত্রে অভিনয় করছেন তথাগত মুখার্জী। ইদানীং সিরিয়ালে তাদের বিয়ের তোড়জোড় চলছে।

সিরিয়ালের এই পর্বের একটি ভিডিও ক্লিপ সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে ফেসবুক পেজে শেয়ার করা হয়েছিল। সেই ভিডিও তে দেখা যায় অঙ্কুরের বাড়িতে পাকা কথা বলার জন্য বাড়ির সদস্যদের ফুলঝুরিও এসেছে। সেখানে তাদের গাড়ি চালিয়ে নিয়ে এসেছে লালন। এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অনেকেই দাবি জানিয়েছেন তারা লালনের পাশে ফুলঝুরিকেই দেখতে চান।














