• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জি বাংলার নতুন চমক, আসছে ‘বোধিসত্ত্বের বোধ বৃদ্ধি’! সাথে কামব্যাক করছেন জনপ্রিয় এই অভিনেত্রী

Published on:

বোধিসত্ত্বের বোধ বৃদ্ধি,Bodhisatwer Bodh Bridhi,সোনালি চৌধুরী,Sonali Choudhary,ইসমার্ট জোড়ি,Ismart Jodi

ইদানীং সিরিয়ালপ্রেমী দর্শকদের সিরিয়াল ছাড়া এক মুহূর্তও চলে না। প্রতিদিন অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখা এখন দর্শকদের রোজকারের অভ্যাস।দিনের পর দিন পছন্দের সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের প্রিয় চরিত্ররা কখন যেন দর্শকদের একেবারে ঘরের মানুষ হয়ে ওঠে। তাই সিরিয়াল শেষ হয়ে গেলেও সেই সিরিয়ালের অভিনেতা, অভিনেত্রীদের ভোলা যায় না কিছুতেই।

যদিও আজকাল এক সিরিয়াল শেষ হতেই তার জায়গা নিয়ে নেয় নতুন সিরিয়াল। কথাতেই আছে নতুনকে জায়গা দিতে পুরনোকে জায়গা ছাড়তে হয়। এখন এই একই কথা খাটে বাংলার জনপ্রিয় সব সিরিয়াল গুলির ক্ষেত্রেও। দর্শকদের চাহিদা মেটাতেই ইদানীং একের পর এক নিত্যনতুন সিরিয়ালের লাইন লাগিয়ে দিয়েছে বিনোদনমূলক চ্যানেলগুলি। এক সিরিয়াল শেষ হতে না হতেই এসে হাজির হয় নিত্যনতুন আরও একাধিক সিরিয়াল।

বোধিসত্ত্বের বোধ বৃদ্ধি,Bodhisatwer Bodh Bridhi,সোনালি চৌধুরী,Sonali Choudhary,ইসমার্ট জোড়ি,Ismart Jodi
গতকাল তেমনই জি বাংলার তরফে প্রকাশ্যে আনা হয়েছে আরও একটি নতুন সিরিয়ালের প্রোমো। এতক্ষণে সকলেই নিশ্চয়ই বার কয়েক দেখে ফেলেছেন জি বাংলার নতুন এই সিরিয়াল ‘বোধিসত্ত্বের বোধ বৃদ্ধি’ (Bodhisatwer Bodh Bridhi)-র প্রোমো। নতুন সিরিয়াল আসা মানেই শেষ হয়ে আসে অন্য সিরিয়ালের আয়ু। তাই এই প্রোমো সামনে আসতেই আবার কোন সিরিয়াল বন্ধের মুখে তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন দর্শক।

বোধিসত্ত্বের বোধ বৃদ্ধি,Bodhisatwer Bodh Bridhi,সোনালি চৌধুরী,Sonali Choudhary,ইসমার্ট জোড়ি,Ismart Jodi প্রসঙ্গত বহুদিন ধরেই জল্পনা চলছে জি বাংলার রাত ১০ টার স্লটে থাকা যমুনা ঢাকি শেষ হয়ে যাবে। এবারও তেমনই কানাঘুঁষো শোনা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছুই জানা যায়নি। তবে দর্শকদের জন্য সুখবর এই যে আসন্ন এই সিরিয়ালের হাত ধরে দীর্ঘদিন পর পর্দায় কামব্যাক করতে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সোনালি চৌধুরী (Sonali Choudhary)।

বোধিসত্ত্বের বোধ বৃদ্ধি,Bodhisatwer Bodh Bridhi,সোনালি চৌধুরী,Sonali Choudhary,ইসমার্ট জোড়ি,Ismart Jodi
সোনালী কে ইদানীং স্টার জলসার জনপ্রিয় রিয়ালিটি শো ইসমার্ট জোড়ির (Ismart Jodi) মঞ্চে দেখা যায়। নতুন ধারাবাহিকে খুদে বোধিসত্ত্বের মায়ের ভূমিকায় দেখা যাবে তাকে। গতকাল নতুন প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই এই ধারাবাহিক শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥