আজকাল প্রায় সকলের হাতেই রয়েছে স্মার্টফোন। আর স্মার্টফোন মানেই সোশ্যাল মিডিয়া। সেখানে প্রতিদিন হাজারো ভাইরাল ভিডিও (Viral Video) দেখতে পাওয়া যায়। ভাইরাল এই ভিডিওগুলিতে কতকিছুই না দেখবার মত থাকে। কখনো এমন কিছু দেখা যায় যা দেখে হাসতে হাসতে দম বন্ধ হবার জোগাড় হয়। আবার কখনো শিক্ষণীয় তো কখনো মুগ্ধ হওয়ার মত জিনিসও দেখতে পাওয়া যায়।
শুধু যে মানুষের কান্ডকারখানা দেখা যায় তা কিন্তু একেবারেই না বরং পশুপাখিদের প্রচুর ভিডিও দেখা যায়। কটাক্ষও বন্যপ্রাণীদের মধ্যে লড়াই তো কোথাও আবার দুই ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যেকার বন্ধুত্বের ছবি ধরা পরে এই ভাইরাল ভিডিওগুলিতে। তবে এবার নেটপাড়ায় এক মন ভালো করে দেওয়ার মত ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে এক হাঁসকে (Duck) দেখা যাচ্ছে।
হ্যাঁ ঠিকই দেখছেন, নেটপাড়ায় এবার এক হাঁস নিজের প্রতিভা দিয়ে মন জিতেছে সকলের। কি প্রতিভা রয়েছে হাঁসটির? তাহলে বলি দুর্দান্ত স্টাইলে নাচতে পারে এই হাঁসটি। রং বেরং এর পালকী এই সুন্দর ম্যান্ডারিন হাঁসটিকে (Mandarin Duck) এমনিতেই দেখলে পছন্দ হয়ে যাবে। সেখানে এমন সুন্দর নৃত্য প্রদর্শনী তো নেটিজেনদের মন কাড়বেই।
সম্প্রতি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের এক অফিসার সুশান্ত নন্দ এই সুন্দর ম্যান্ডারিন হাঁসের ভিডিওটি নিজের টুইটারে পোস্ট করেছেন। আর সাথে ক্যাপশনে লিখেছেন, ম্যান্ডারিন হাঁস মাইকেল জ্যাকসনকে দেখার পর। অর্থাৎ হাঁসটির নাচ দেখে তাঁর মাইকেল জ্যাকসনের কথা মনে পরে গিয়েছে। তাই এমন কথা লিখেছেন তিনি।
Mandarin duck after watching Michael Jackson pic.twitter.com/nsmwawBgDe
— Susanta Nanda (@susantananda3) March 26, 2022
ভিডিওটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে, আর নেতিজ্ঞরাও তাঁর নাচ দেখে মুগ্ধ হয়েছেন। ইতিমধ্যেই প্রায় ১ মুখের কাছাকাছি পৌঁছে গিয়েছে দর্শকের সংখ্যাও। তবে লক্ষণীয় হাঁসটি কিন্তু সত্যিই দারুন সুন্দর নেচেছে। দেখে মনে হচ্ছে বরফ হয়ে যাওয়া যদি বা জলাশয়ের ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছিল হাঁসটি। প্রসঙ্গত, সুশান্ত নন্দ এমন অনেক ভিডিওই শেয়ার করে থাকেন। আর নেটিজেনদের সাথে বন্যা পশু পাখিদের আলাপ পরিচয় করিয়ে দেন।