টলিউডের তারকাদের মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) আর রচনা ব্যানার্জী (Rachana Banerjee) নামটা সবার কাছেই চেনা। দশকের পর দশক ধরে দর্শকদের বিনোদনে একাধিক সুপারহিট সমস্ত ছবি উপহার দিয়েছেন তাঁরা। এমনকি নব্বইয়ের দশকে প্রসেনজিৎ-রচনা জুটি বেশ জনপ্রিয় ছিল। তবে মাঝে দীর্ঘদিন সেই জুটিকে আর দেখা যায়নি পর্দায়। এবার দর্শকদের জন্য রইল খুশির খবর, আবারও পর্দায় একসাথে দেখা যাবে প্রসেনজিৎ-রচনাকে।
বর্তমানে একপ্রকার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বেসর্বা বলেই ধরে নেওয়া হয় প্রসেনজিৎকে। অন্যদিকে রুপোলি পর্দায় অভিনয় ছেড়ে রচনা ব্যানার্জী এখন ‘দিদি নং ১’ (Didi No 1) এর সঞ্চালিকা। তবে হ্যাঁ ঠিকই দেখছেন, আবারও পর্দায় দেখা যাবে প্রসেনজিৎ-রচনার সেই নস্টালজিক জুটি। তবে কি নতুন কোনো সিনেমায় কাজ করবেন দুজনে? না ব্যাপারটা হয়তো ঠিক তেমনটা নয়!
সম্প্রতি জি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে শুরুতেই রচনা ব্যানার্জীকে দেখা যাচ্ছে। তবে কিছুক্ষণ পরেই মিলেছে চমক। রচনার লাইভ ভিডিওতে দেখা গেল বুম্বাদাকেও। এদিন দিদি নং ১ এর মঞ্চ থেকেই যে তাঁরা লাইভ এসেছিলেন সেটা বোঝাই যাচ্ছে। ক্ষনিকের এই ভিডিওতে দারুন খুশি হয়েছেন দর্শকেরা।
আসলে সম্প্রতি মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চ্যাটার্জী ও দিতিপ্রিয়া রায় অভিনীত ‘আয় খুকু আয়’ (Aay Khuku Aay)ছবিটি। আগামী ১৭ ই রিলিজ ছবিটির, তাই তার আগে প্রচার পর্বে নেমে পড়েছেন দুজনে। ছবিতে বাবা ও মেয়ের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ ও দিতিপ্রিয়াকে। কমার্শিয়াল সিনেমার থেকে দূরে সরে একেবারে ভিন্ন স্বাদের একটি বাংলা ছবি উপহার পেতে চলেছেন দর্শকেরা।
হয়তো সেই ছবির প্রচারের জন্যই এদিন রচনা ব্যানার্জীর কাছে হাজির হয়েছিলেন তিনি। আর সেখান থেকেই লাইভ ভিডিও করে চমকে দিয়েছেন দর্শকদের। আসলটা জানা যাবে আগামী ১৪ই জুন। অভিনেত্রী নিজেই একথা জানিয়েছেন। তবে গত রবিবারেই দাদাগিরি এর গ্র্যান্ড ফিনালেতে হাজির হয়েছিলেন। এরপর হয়তো সেই একই উদ্দেশ্যেই দিদি নং ১ এর মঞ্চে দেখা গেল প্রসেনজিৎকে। তবে আসল সত্যিটা কি সেটা বোঝা যাবে দিদি নং ১ এর ১৪ই জুনের পর্বে।