এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রির A- লিস্টেড অভিনেত্রীদের অন্যতম হলেন বলি নায়িকা কিয়ারা অডবাণী (Kiara Advani)। ‘ভুলভুলাইয়া ২’ (Bhool bhulaia 2) -মুক্তির পর থেকে ইদানীং হামেশাই আলোচনায় উঠে আসছেন অভিনেত্রী। ৮ বছরের অভিনয় জীবনে কিয়ারা ইদানীং সাফল্যের শিখরে রয়েছেন। তবে বলিউডে অভিনেত্রীর প্রথম সিনেমা নিয়ে অনেকের মধ্যেই রয়েছে ভুল ধারণা।
সম্প্রতি সেই ভুল শুধরে দিয়েছেন অভিনেত্রী নিজেই। আসলে অনেকেই মনে করেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) অভিনীত এম এস ধোনি সিনেমার হাত ধরেই বলিউডে ডেবিউ করেছেন কিয়ারা। কিন্তু তা নয় আসলে কিয়ারার প্রথম সিনেমার হিরো সুশান্ত নন, বরং ছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। ২০১৪ সালে ফাগলি-তে অভিনয় করেছিলেন কিয়ারা।সম্প্রতি একটি সাক্ষাৎকারে একথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছেন “অনেকেই মনে করেন আমার প্রথম ছবি এমএস ধোনি। কিন্তু তা নয় এরও আগে আমি ‘ফাগলি’ (Fugly)-তে অভিনয় করেছিলাম। তবে সেটি দর্শকের একেবারেই পছন্দ হয়নি। এর প্রায় এক বছর পর ধোনিতে অভিনয়ের জন্য প্রস্তাব পাই।” তবে অক্ষয় কুমারের মত একজন সুপারস্টারের সাথে প্রথম সিনেমাই ফ্লপ হওয়ায় সেসময় নাকি একটা হতাশা তৈরি হয়েছিল কিয়ারার মনে।
প্রথম সিনেমা নিয়ে এই মন্তব্য করার পাশাপাশি এদিন কিয়ারা জানিয়েছেন “অনেকে ভাবেন সলমান স্যারের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তাই কেরিয়ারে সাফল্য পেতে আমার কোনও সমস্যা হবে না। কিন্তু এসব ভুল ধারনা। আমি শুধুমাত্র নিজের স্ট্রাগলের কারণেই আজ দর্শকের এত ভালোবাসা পাচ্ছি। পরিচালকের পছন্দের অভিনেত্রী হয়ে উঠতে পেরেছি। এর পিছনে কোনও গড ফাদারের ভূমিকা নেই।”
প্রসঙ্গত সম্প্রতি জানা গিয়েছে কিয়ারার এক অদ্ভুত ফোবিয়া সম্পর্কে। সদ্য ‘ভুল ভুলাইয়া ২’ এর প্রচারে দ্য কপিল শর্মা শোতে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী।সেখানেই সবাইকে অবাক করে বলিউড ডিভা জানান পাখি দেখলেই তার মধ্যে এক অদ্ভুত ভয় কাজ করে, কিন্তু কেন? তা অভিনেত্রীর জানা না থাকলেও এটা সত্যি। তাই কিয়ারা জানিয়েছেন যদি তাকে সোনম কাপুরের মতো পায়রা নিয়ে মাসাক্কলি গানে নাচ করতে হত তাহলে তিনি তা কখনও পারতেন না।