বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় জুটি হলেন টেলি অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) এবং অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। টেলিপাড়ার এই সেলেব কাপলের বিয়ের বয়স মাত্র একবছর হলেও, এখনও কিন্তু তাদের দেখে আগের মতো পুরনো লাভ বার্ডসই মনে হয়। একবছর আগে অর্থাৎ ২০২১ সালের ৪ ফ্রেব্রুয়ারি পরিণতি পায় তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক।
ভালোবাসার মাসেই চারহাত এক হয়েছিল এই জুটির। দর্শকরা ভালোবেসে তাদের ‘তৃণীল’ বলেই ডাকেন। দুজনে আজ পর্যন্ত একসাথে কোনো সিরিয়ালে জুটি না বাঁধলেও সোশ্যাল মিডিয়ার দৌলতে দারুন ফ্যান ফলোয়িং রয়েছে এই সেলিব্রেটি জুটির। দুজনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঢুঁ মারলেই বোঝা যায় সেকথা।
গতকাল রবিবাসরীয় ছুটির দিনে রাজ্য জুড়ে কব্জি ডুবিয়ে জামাই ষষ্ঠীর বাটা নিয়েছেন বাংলার জামাইরা। বাদ যাননি সেলিব্রেটি জামাইরাও।খাওয়া দাওয়ার দিক দিয়ে প্রতি বারের মত গতকালের দিনটাও ছিল সকল জামাইদের জন্য অত্যন্ত স্পেশাল। তবে জামাইদের ভুরিভোজের এই বিশেষ দিনে কিন্তু পিছিয়ে ছিলেন না বাংলার বৌমা রাও।
ইদানীং জামাই ষষ্ঠীর (Jamai Sasthi) পাশাপাশি বাংলায় চল দেখা যাচ্ছে বৌমা ষষ্ঠীরও (Bouma Sasthi)। এই তালিকা এবছরের নতুন সংযোজন পর্দার গুনগুন অভিনেত্রী তৃণা সাহা। জামাই ষষ্ঠীর দিনে বৌমা ষষ্ঠীর বাটা পেয়ে খুশীতে একেবারে ডগমগ হয়ে অভিনেত্রী লিখেছেন ‘ সময় এসেছে বৌমা ষষ্ঠীর,ছেলেরাই কেন সমস্ত অ্যাটেশন পাবে!’
তবে এদিন কিন্তু তৃণা একা নন, শ্বাশুড়ির থেকে জামাই ষষ্ঠীর বাটা পেয়েছেন অভিনেতা নীল ভট্টাচার্যও। এদিন তৃণার সামনে থালা ভরে সাজানো ছিল পোলাও, লুচি, মাছ, মিষ্টি, চাটনি সহ নানান খাবার। এদিন সোশ্যাল মিডিয়ায় তৃণা নিজেই তাঁদের এবারের জামাই ষষ্ঠী স্পেশাল ছবি আপলোড করেছেন। ছবিতে দেখা যাচ্ছে তৃণার পরনে রয়েছে নীল বেনারসি, আর নীল পড়েছেন ঘিয়ে পাঞ্জাবি।