ইদানীং সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। প্রতিদিন সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের প্রিয় চরিত্ররা কখন যেন দর্শকদের একেবারে ঘরের মানুষ হয়ে ওঠে। সিরিয়াল শেষ হয়ে গেলেও সেই সিরিয়ালের অভিনেতা, অভিনেত্রীদের ভোলা যায় না কিছুতেই। তবে পুরনো সিরিয়াল শেষ হতেই তার জায়গা নিয়ে নেয় নতুন সিরিয়াল।
ইদানীং একের পর এক নিত্যনতুন সিরিয়ালের লাইন লাগিয়ে দিয়েছে বিনোদনমূলক চ্যানেলগুলি। এক সিরিয়াল শেষ হতে না হতেই এসে হাজির হয় নিত্যনতুন আরও একাধিক সিরিয়াল। আজই জি বাংলার তরফে প্রকাশ্যে আনা হয়েছে আরও একটি নতুন সিরিয়ালের প্রথম প্রোমো। জি বাংলার নতুন এই সিরিয়ালের নাম ‘বোধিসত্ত্বের বোধ বৃদ্ধি’ (Bodhisatwer Bodh Bridhi)।
এই সিরিয়ালের প্রথম প্রোমো সামনে আসতেই দর্শকমহলে চোখে পড়েছে বিরাট উচ্ছাস। প্রথম প্রোমো দেখেই বোঝা যাচ্ছে বাঙালি পরিবারের পুরনো ঐতিহ্য খাঁটি বাঙালিয়ানাই হতে চলেছে এই সিরিয়ালের মূল ইউএসপি। নতুন প্রোমোতে দেখা মিলেছে বিশ্বনাথ, সোনালী সহ টেলিভিশন জগতের একঝাঁক তারকাদের।
প্রোমো দেখে মনে হচ্ছে বাড়ির সবাই মিলে দলবেঁধে কোথাও একটা ঘূরতে যাচ্ছেন। তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সবাই মিলে তৈরি হয়ে যখন বাড়ির দালানে এসে দাঁড়িয়েছে তখনই হঠাৎ খোঁজ পড়ে বাড়ির খুদে সদস্য বোধি অর্থাৎ বোধিসত্ত্বের। কিন্তু এই যুগের ছেলে হয়েও তার সাজপোশাক একেবারে পুরনো দিনের খাঁটি বাঙালির মতো। যা দেখে সবাই একেবারে অবাক। কিন্তু তার পরনে শুধু পাঞ্জাবিই রয়েছে, নীচে কোনো ধুতি নেই।
কারণ সে ধুতি পরতে পারে না। তাই ব্যাগে করে ধুতি এনেছে মায়ের কাছে পরবে বলে। সেই সাথে এই প্রোমোতে বিশেষ করে নজর কেড়েছে দুই খুদে শিল্পী। সিরিয়ালের তাদের একজনের নাম হতে চলেছে বোধিসত্ত্ব। নতুন প্রোমোতে দেখা গিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি ছবিও। মনে করা হচ্ছে স্টার জলসায় জনপ্রিয় বেঙ্গল টপার সিরিয়াল গাঁটছড়া কে টেক্কা দিতেই এবার জি বাংলার বাজি হতে চলেছে এই সিরিয়াল।